For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হঠাৎ গা ছমছম, কে যেন পা দোলাচ্ছে গাছে! চোখ মেলতেই হাওয়া, আতঙ্ক গ্রামে

ভূত চতুর্দশীর রাত এলেই যেন কেমন গা ছমছমে ভাব। কখন যে তেনাদের সঙ্গে দেখা হয়ে যায়! তাই দেখেশুনে পা ফেলেন সবাই। কিন্তু এ গ্রামে ভূত বিচরণের রাত আসার আগেই এবার বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে তেনাদের উৎপাত।

  • |
Google Oneindia Bengali News

ভূত চতুর্দশীর রাত এলেই যেন কেমন গা ছমছমে ভাব। কখন যে তেনাদের সঙ্গে দেখা হয়ে যায়! তাই দেখেশুনে পা ফেলেন সবাই। কিন্তু এ গ্রামে ভূত বিচরণের রাত আসার আগেই এবার বেশ কিছুদিন ধরে শুরু হয়েছে তেনাদের উৎপাত। তাই কালীপুজোর রাতের আগেই ভয়ে সিঁটিয়ে রয়েছে গ্রামবাসীরা।

হঠাৎ গা ছমছম, কে যেন পা দোলাচ্ছে গাছে! চোখ মেলতেই হাওয়া, আতঙ্ক গ্রামে

সাহস করে বাড়ি থেকে বের হতে পারছেন না। কখন দেখছেন সিঁড়ির পাশ থেকে কে সরে গেল! আবার দেখছেন গাছ থেকে ঝপাস করে কে যেন পড়ে গেল! চোখ মেলার আগেই নিমেষে হাওয়া। এবার ভূত চতুর্দশীর আগে থেকেই ভূতের ভয়ে সসেমিরা বর্ধমানের কুলপির রাজারামপুর গ্রামের বাসিন্দারা।

ভূতের উৎপাতে ভয়ে কাঁটা আট থেকে আশি। কেউ অশরীরী আত্মার আনাগোনা মনে করে জড়োসড়ো হয়ে রয়েছেন। আবার কেউ কালী নাম স্মরণ করে তেনাদের মুখোমুখি হতে বেরিয়েও পড়ছেন সাহস করে। ভুতুড়ে কাণ্ডকারখানার সঙ্গে মিলিত হওয়ার খুব শখ তাঁদের। তাঁরা চান গা ছমছমে অভিজ্ঞতার সাক্ষী হতে।

তাই সাহস করে অনেকে বেরিয়ে পড়েছেন ভূত দেখতে। তারপরই সাক্ষী হয়েছেন এক অদ্ভুত অভিজ্ঞতার। বাঁশ বাগান থেকে বেরিয়েও গাছের ডালে পা দোলাচ্ছে ভূত। তবে কারও কোনও অনিষ্ট করছে না ভূত। শেষমেশ কালীপুজোর দিনে এসে ফাঁস হয়ে গেল আসল সত্যটা। এই ভূত অশরীরি আত্মা নয়। জলজ্যান্ত মানুষ। গ্রামেরই যুবক গোপাল মণ্ডল। বহুরূপী সাজা তাঁর শখ। এতদিন বহুরূপী সেজে তিনিই ভূতে ভীতি ছড়িয়েছিলেন। কালীপুজোর রাতে এসে সেই শখে নিবৃত্তি হয়েছে তাঁর। তাই ফাঁস করে দিয়েছেন সব সত্য।

গোপাল বহুরুপী সেজে আগেও তাক লাগিয়ে দিয়েছেন। অনেক পুরস্কার জিতেছেন। প্রশংসিত হয়েছেন রাজ্যস্তরেও। এবার সেই গোপালই কালীপুজোয় বহুরূপী সেজে একেবারে সাড়া ফেলে দিলেন। গোপাল জানিয়েছে, এবারই প্রথম ভূত সেজেছে সে। প্রথমবারই বাজিমাত করে দিয়েছে। গোটা গ্রামে তুলে দিয়েছে আলোড়ন।

গোপালের অভাবের সংসার। বাড়িতে স্ত্রী ও দুই ছেলের মুখে অন্ন তুলে দেন দিনমজুর খেটে। আর শখপূরণ করেন বহুরূপী সেজে। গোপাল জানিয়েছে, কয়েকজন বন্ধু তাকে আবদার করেছিল ভূত সাজার। তাদের অনুরোধেই গ্রামে ঘুরেছেন ভূত সেজে। সব কিছু জানার পর গোপালের ভূতের অভিনয়ে অভিভূত গ্রামের মানুষ। তাঁরাই এখন পাশে দাঁড়িয়েছেন। অনেক পুজো কমিটির তরফে ডাকও পেয়েছেন গোপাল। ডাক কালীপুজোর রাতে ভূত সাজার।

English summary
Burdwan's villagers are in fear of ghosts before the Kali Puja’s night. A Bahurupy was spreading fear for amusement before Bhut Chaturdashi,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X