For Quick Alerts
For Daily Alerts
মুকুলকে ষাঁড়ের তাড়া! উত্তরবঙ্গ সফরে নিয়ে পড়লেন মহা ফ্যাসাদে
ছটপুজোর উদ্বোধনে গিয়ে তাড়া খেলেন মুকুল রায়। তবে এ মানুষের তাড়া নয়। চার পেয়ে ষাঁড়ের তাড়া। যদিও দেহরক্ষীর তৎপরতায় নির্বিঘ্নেই এলাকা ছাড়েন তিনি।

শিলিগুড়ি পুর নিগমের মহানন্দা ঘাটের ৮ নম্বর ওয়ার্ডের খালপাড়া এলাকায় গিয়েছিলেন মুকুল রায়। জানা গিয়েছে, ছটপুজো উপলক্ষে স্থানীয় কাউন্সিলর আমন্ত্রণ জানিয়েছিলেন তাঁকে। কাজ শেষে এলাকা থেকে বের হওয়ার সময় যত বিপত্তি। রাস্তায় পা রাখতেই সামনে হাজির ষাঁড়। শিং উচিয়ে তেড়ে যায় সেটি।
মুকুল রায়ে নিরাপত্তারক্ষীরা দ্রুত বের করে নিয়ে যাওয়ায় কোনও দুর্ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে। নির্বিঘ্নেই এলাকা ছাড়েন মুকুল রায়।