বিজেপি একটি ভুল দল! তৃণমূলে যোগ দিয়ে গর্জে উঠলেন বালুরঘাটের জনপ্রিয় নেত্রী
বিজেপির তৃণমূল স্তরের জনপ্রিয় নেত্রী যোগ দিলেন ঘাসফুল শিবিরে। অনুগামীদের নিয়ে এই যোগদানে শুধু তৃণূমূলের শক্তিই বাড়ল না দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে, বিজেপিকে দ্ব্যর্থহীন ভাষায় নিশানা করলেন নেত্রী। দল ছেড়েই বিজেপিকে একহাত নিয়ে তিনি জবাব দিলেন কেন তিনি তৃণমূলে যোগ দিলেন।

বিজেপিকে ‘ভুল’ দলের আখ্যা নেত্রীর
বিজেপির পঞ্চায়েত সদস্যা বুলবুলি বেসরা অনুগামীদের নিয়ে যোগ তৃণমূলে যোগ দেওয়ার পরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নিশানা করেন বিজেপিকে। বালুরঘাটে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ব্যাখ্যা করেন বিজেপি একটা ভুল দল। তাঁদের চলার পথে শুধু ভুল ছড়ানো আছে। সেই ভুলের জন্যই কোনওদিনও বাংলায় ঘাঁটি গাড়তে পারবে না তারা।

‘আমি একটি ভুল দলে ছিলাম’
বিজেপির ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের এই সদস্যা তৃণমূলে যোগ দিয়ে বলেন, আমি একটা ভুল দলে ছিলাম এতদিন। যারা উন্নয়নের পরিবর্তে জনগণের বিভাজন ও মেরুকরণের উপরই শুধু জোর দেয়। তাই আমি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছি। কারণ এটি এমন একটি দল যা ধর্মের ধারার বাইরেও উন্নয়নের জন্য কাজ করে।

মমতার ভাবনার শরিক হতে তৃণমূলে
তিনি বলেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা সাধারণ মানুষের জন্য ভাবেন, তাঁদের হয়ে কাজ করেন। তাঁর এই উন্নয়ন ভাবনা আমাকে দল বদলাতে অনুপ্রেরণা দিয়েছে। তাই তিনি নিজেকে গত ছয় মাস ধরে দলের কার্যক্রম থেকে সরিয়ে নিয়েছেন। দলের কোনও সভায় অংশ নেননি। এদিম দল পরিবর্তন করে বিজেপিকে বার্তা দিলেন।

কৃষকদের উন্নয়নে কাজ করে জনপ্রিয় বেসরা
বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল বুলবুলি বেসরার দলবদল নিয়ে। শেষপর্যন্ত জল্পনার অবসান ঘটল বুলবুল বেসরাদের দলবদলে। তিনি আগেও তৃণমূলের যোগদানের ইচ্ছাও প্রকাশ করেছিলেন। এবার তিনি তৃণমূলের জেলা কার্যনির্বাহী সভাপতি দেবাশিস মজুমদার হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন।

মমতার উন্নয়নে ধারায় অংশ নিতে
ওই অঞ্চলে স্থানীয় কৃষকদের উন্নয়নে কাজ করে বেসরা যথেষ্ট জনপ্রিয় ছিলেন। তিনি এবার মমতার উন্নয়ন অভিযানের অংশ হতে চান। তাঁর যোগদান প্রসঙ্গে তৃণমূলের জেলা কার্যনির্বাহী সভাপতি বলেন, বুলবুলি বেসরা এবং তাঁর অনুসারীরা বুঝেছেন, বিজেপিতে থেকে উন্নয়ন সম্ভব নয়। কারণ শুধু বিভাজনই ওই দলটার মূল লক্ষ্য, তাই নিজেদের সরিয়ে নিয়েছেন তাঁরা।

সোনার বাংলা মমতাই গড়বেন! অমিত শাহকে কড়া জবাব তৃণমূলের