For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে প্রাণ হারালেন আরও একজন, এখনও নিখোঁজ ৭

বুলবুলের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল বসিরহাটে ৬। রাজ্যে বেড়ে দাঁড়াল ১০।

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

বুলবুলের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল বসিরহাটে ৬। রাজ্যে বেড়ে দাঁড়াল ১০। এখনও নিখোঁজ ৭ জন । ইতিমধ্যে রাজ্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছে প্রায় ২৪ হাজার কোটি টাকা কেন্দ্রীয় প্রতিনিধি দল এসে কয়েকটা জায়গা ঘুরে গিয়ে স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করার পর পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছেন কেন্দ্রকে।

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে প্রাণ হারালেন আরও একজন, এখনও নিখোঁজ ৭

আজ সোমবার বুলবুলের তাণ্ডবে দুই চব্বিশ পরগনা ক্ষতিগ্রস্ত পরিবারের সাহায্যে যায় জেলার সরকারি আধিকারিকরা। উত্তর ২৪ পরগনা জেলার পূর্তের কর্মাধ্যক্ষ নারায়ন গোস্বামী । হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মন্ডল। উত্তর ২৪ পরগনা জেলার এক্সিকিডটিব অফিসার মনোজিৎ সেন ও শিউলি চন্দ্র । জেলা পরিষদের সদস্য বুরখাদিন লিটন, টাকীর ভাইস চেয়ারম্যান আজিজুল হক, উত্তর ২৪ পরগনার শিক্ষক নেতা তুষার মণ্ডল সহ অন্যান্যরা।

এদিন তারা সুন্দরবনের মৃত পরিবারের সঙ্গে কথা বলেন । তাদের অভাব অভিযোগ শুনে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ এর ব্যবস্থা করেন । এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকায় দুর্গত মানুষদের সঙ্গে বিভিন্ন পরিষেবা নিয়ে কথা হয়। এমনকি জেলা পরিষদের নেতা নারায়ণ গোস্বামীর নিজের ফোন নম্বর দিয়েদেন। বুলবুলের তাণ্ডবের সাথী জেলার মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা বেশ কয়েকটি ব্লগ বসিরহাট মহকুমার সন্দেশখালি হিঙ্গলগঞ্জ বসিরহাট ৫ জনের মৃত্যু হয়েছে।

চলতি মাসে ১৩ নভেম্বর বসিরহাটে প্রশাসনিক বৈঠক করার পর মৃত পরিবারের হাতে ২ লক্ষ ৪০ হাজার টাকা করে চেক তুলে দেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরে জানা যায় হিঙ্গলগঞ্জ সমশেরনগর গ্রামে বছর ষাটের রাম মন্ডল বুলবুলের তাণ্ডবে মারা গিয়েছেন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল বসিরহাটে ৬। রাজ্যে বেড়ে দাঁড়াল ১০। নিখোঁজ ৭ জন।

এদিন দল রাজনৈতিক রঙ না দেখে আক্রান্ত ক্ষতিগ্রস্ত বিজেপি নেতা অধীর মণ্ডলের বাড়িতে যান গিয়ে পর্যাপ্ত পরিমাণে ত্রাণের কত আশ্বাস দিয়ে দেন। পাশাপাশি তার মেয়ে বিএ প্রথম বর্ষের ছাত্রী রাখী মন্ডল ও তার ছেলে একাদশ শ্রেণীর ছাত্র মন্ডল এর সঙ্গে কথা বলেন । সেখানে বিদ্যুতের দ্রুত ব্যবস্থা করার আশ্বাস দেন জেলার প্রতিনিধি দল।

সবমিলিয়ে আজ একদিকে যেমন ক্ষতিগ্রস্ত এলাকায় যান প্রতিনিধিরা, অন্যদিকে ক্ষতিগ্রস্ত নদী বাঁধগুলি রায়মঙ্গল, কালিন্দি, বিদ্যাধরী, সাহেবখালি, ঝিঙাখালি নদী বাঁধগুলি পরিদর্শন করেন।

English summary
Bulbul victims rises to 7, govt officials visits affected areas
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X