For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘূর্ণিঝড় বুলবুল: সতর্কতা জারি , তৈরি রাখা হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী

শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় বুলবুলের শনিবার রাতেই উপকূলীয় এলাকায় আছড়ে পড়ার সতর্কতা জারি করার পরে,

  • |
Google Oneindia Bengali News

শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় বুলবুলের শনিবার রাতেই উপকূলীয় এলাকায় আছড়ে পড়ার সতর্কতা জারি করার পরে, পূর্ব মেদিনীপুরের জেলার উপকূলীয় এলাকায় দুর্যোগ মোকাবিলা করার জন্য বিভিন্ন দপ্তরকে পুরোপুরি প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে জেলার প্রশাসন।

ঘূর্ণিঝড় বুলবুল: সতর্কতা জারি , তৈরি রাখা হচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী

শুক্রবার দিনভর দিঘা, মন্দারমনি, তাজপুর , শঙ্করপুর, কাঁথি সহ বিভিন্ন এলাকা ছিল মেঘলা। রাতেই শুরু হয়েছে বৃষ্টি। এবার ঝড়ের গতিবেগ বৃদ্ধির কথা জানিয়েছে আবহাওয়া অফিস । তার জেরে চুড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুরের জেলার উপকূলীয় এলাকায় ।

দিঘা, মন্দারমনি, শঙ্করপুর, তাজপুর এলাকায়, যেগুলি পর্যটন কেন্দ্র, সেখানে পুলিশ মাইকিং করে পর্যটক, মত্স্যজীবী ও অন্যান্যদের সতর্ক করে দিচ্ছে । শনিবার সকাল থেকে টানা বৃষ্টি, সঙ্গে হাওয়া । কোন পর্যটককে সমুদ্রের কাছে আসতে দেওয়া হচ্ছে না ।

জেলা প্রশাসন জানিয়েছে যে ইতিমধ্যেই উপকূলীয় এলাকায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর লোকজনকে মোতায়েন করা হয়েছে ।ছটি স্পিড বোট রাখা হয়েছে । রামনগর ব্লক ও হলদিয়া এলাকায় এই স্পিড বোট রাখা হয়েছে । ত্রাণ শিবিরে দুর্গতদের উদ্ধার করে রাখার জন্য জল ও আলো ব্যবস্থা করা হয়েছে । বিভিন্ন এলাকায় মানুষ দের উদ্ধার করে আনার জন্য প্রশিক্ষণ প্রাপ্ত কর্মী ও সিভিক ভলান্টিয়ার রাখা হয়েছে ।
এদিকে ঝড়ের পূর্বাভাস পাওয়ার পর অনেক পর্যটক দিঘা ও অন্যান্য এলাকা থেকে ঘরে ফিরে আসতে শুরু করে দিয়েছে ।

১৩৫ কিমি বেগে 'বুলবুল’ আছড়ে পড়বে সন্ধ্যের পরই! দুর্যোগের ঘনঘটা বাংলায়১৩৫ কিমি বেগে 'বুলবুল’ আছড়ে পড়বে সন্ধ্যের পরই! দুর্যোগের ঘনঘটা বাংলায়

পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পার্থ ঘোষ বলেন যে ঘূর্ণিঝড় বুলবুল ও বৃষ্টির পূর্বাভাস পাওয়ার পর আমরা প্রয়োজনীয় সব সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করেছি ।

English summary
Bulbul cyclone: steps taken, damage control unit ready to prevent Bulbul cyclone
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X