সরকার পাশে না দাঁড়ালে ক্ষতি হতো মারাত্মক, বললেন মুখ্যমন্ত্রী
দক্ষিণ ২৪ পরগনার পর উত্তর ২৪ পরগনা। বসিরহাট মহকুমার সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ সন্দেশখালি হাসনাবাদ সহ সুন্দরবন ব্লকের আজ বুধবার আকাশপথে পরিবেশন করেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় ।

পরে বসিরহাট মেরুদন্ডী সুইজগেট হেলিপ্যাডে নামেন মমতা। ১২.৩৪ মিনিট নাগাদ এরপর পাশেই কর্মতীর্থ রাজ্যের প্রশাসনিক কর্তাদের সঙ্গে যেমন বৈঠক করেন।
পাশাপাশি জেলাশাসক এই জেলার বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে প্রায় একঘণ্টা বৈঠক করেন। সঙ্গে ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সহ বসিরহাট মহাকুমার তৃণমূলের বিধায়ক ।জেলা সভাধিপতি জেলা পরিষদের সদস্যরা ও পৌরসভার চেয়ারম্যান সবমিলিয়ে টানটান উত্তেজনার মধ্যে এই বৈঠক শেষে হয়।
এই মহাকুমার ৫ জন মৃত পরিবারের হাতে দু লক্ষ ৪০ হাজার টাকা করে চেক তুলে দেন তিনি । বলেন বুলবুলের তান্ডবের ক্ষতির পরিমাণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এখনো পর্যন্ত কয়েকশো কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
১৫ লক্ষ হেক্টর জমির জমির ফসল ক্ষতি হয়েছে এমনকি পাকা ধানে মই পড়েছে পাশাপাশি মৃত্যু হয়েছে ৯ জনের। তার মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় নৌকাডুবিতে নিখোঁজ সাতজন ।বুলবুলের তার পরবর্তী পদক্ষেপে আশঙ্কা প্রকাশ করেছে ডায়রিয়া কলেরা রোগের প্রকোপ বাড়তে পারে।
তার জন্য ইতিমধ্যে স্বাস্থ্য দপ্তরে মেডিকেল টিম গ্রামে গ্রামে গিয়ে কাজ করবে পাশাপাশি বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
অন্যদিকে দুর্গতদের পাশে থাকতে কেউ যদি সাহায্যের হাত বাড়ান সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তরের জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করতে আশ্বাস দেওয়া হয়েছে। ত্রাণ বণ্টন নিয়ে যাতে কোনো রাজনৈতিক রং না লাগে দল-মত নির্বিশেষে সবাইকে পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন তিনি।পাশাপাশি ৬ লক্ষ জলের পাউজ দেয়া হয়েছে আরো পরিকল্পনা চলছে।