For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুলবুলের প্রভাব: উত্তাল সমুদ্রসৈকত, উইক এন্ডে কার্যত পর্যটক শূন্য দিঘা

শনিবার রাতেই উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় বুলবুলের আছড়ে পড়ার কথা রয়েছে। তার আগে শুক্রবার রাত থেকে উত্তাল দিঘার সমুদ্রসৈকত।

  • |
Google Oneindia Bengali News

শনিবার রাতেই উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় বুলবুলের আছড়ে পড়ার কথা রয়েছে। তার আগে শুক্রবার রাত থেকে উত্তাল দিঘার সমুদ্রসৈকত।

বুলবুলের প্রভাব: উত্তাল সমুদ্রসৈকত, উইক এন্ডে কার্যত পর্যটক শূন্য দিঘা

রাতের দিকে দীঘায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট শুরু হয়েছে। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে ইতিমধ্যেই সতর্কতা জারি করে কাউকে সমুদ্রের কাছে আসতে দেওয়া হচ্ছে না ।

সেই সঙ্গে মেদিনীপুরের জেলার প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করে ও সতর্কতা মূলক ব্যবস্থা নিয়ে দিঘা ও অন্যান্য এলাকায় যে সব পর্যটক আছে তাদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশিকা জারি করার পর এলাকা জুড়ে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ মাইকিং করে পর্যটকদের সতর্ক করা শুরু করেছে।

প্রসঙ্গত ইতিমধ্যে দিঘা, তাজপুর, মন্দারমনি, শঙ্করপুর ছেড়ে চলে গিয়েছে অধিকাংশ পর্যটক। তার জেরে উইক এন্ডে কার্যত পর্যটক শূন্য দিঘা ।

অন্য সময়ে শনিবার ও রবিবার দিঘার সমুদ্র ও হোটেলগুলি পর্যটকে ঠাসা থাকে। কিন্তু এদিন ঘূর্ণিঝড় বুলবুলের সতর্কার কারণে, তার উলটো চিত্র দেখা গেল। উত্তাল সমুদ্র ও বৃষ্টিতে ভেজা সৈকত দেখতে দিঘায় এই মুহূর্তে কোনও পর্যটক নেই। দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের আধিকারিক সুজন দত্ত জানিয়েছেন, সতর্কতা অবলম্বন করে পর্যটকদের চলে যেতে বলা হয়েছে ।

বুলবুল মোকাবিলায় তৎপর প্রশাসন, নিরাপদ স্থানে সরানো হচ্ছে সুন্দরবন উপকূলের বাসিন্দাদেরবুলবুল মোকাবিলায় তৎপর প্রশাসন, নিরাপদ স্থানে সরানো হচ্ছে সুন্দরবন উপকূলের বাসিন্দাদের

English summary
Bulbul cyclone: digha sea beach is now touristless as Bulbul cyclone to hit coast soon
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X