For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জনমোহিনী বাজেট, নাকি হতাশাজনক, কী বলছে বাংলার রাজনৈতিক মহল?

শাসক বিজেপির পক্ষে এই বাজেটকে স্বপ্নপূরণের বাজেট বলে ব্যাখ্যা করলেও, বিরোধীরা বলছেন এই বাজেটে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কিছু নেই।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১ ফেব্রুয়ারি : পাঁচ রাজ্য ভোটের দিকে চেয়ে জনমোহিনী বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অরুণ জেটলি। আয়করে ছাড় থেকে শুরু করে দারিদ্র দূরকরণে জোর দেওয়া হল ঠিকই, কিন্তু বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এই বাজেট চূড়ান্ত হতাশজনক বলেই মনে করছে রাজনৈতিক মহল। এই বাজেটকে গ্রামমুখী বাজেট বলেও ব্যাখ্যা করেছেন অনেকে। এই বাজেটে যেমন গরিবকে রেহাই দেওয়া হয়েছে, ধনীদের দাওয়াই রয়েছে বাজেটে! শাসক বিজেপির পক্ষে এই বাজেটকে স্বপ্নপূরণের বাজেট বলে ব্যাখ্যা করলেও, বিরোধীরা বলছেন এই বাজেটে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো কিছু নেই।[জনমোহিনী বাজেট, নাকি হতাশাজনক, কী বলছে বাংলার রাজনৈতিক মহল?]

বিরোধীদের ব্যাখ্যায়, গরিব, কৃষকদের উন্নতির কোনও দিশা নেই এই বাজেটে। ভাষণ ছাড়া এই বাজেটে আর্থিক উন্নয়নের কোনও লক্ষ্যমাত্রা রাখতে পরেননি অর্থমন্ত্রী। তরুণ প্রজন্মকে গুরুত্ব দেওয়া হয়েছে বলা হলেও, কর্মসংস্থানের দিশা দেখানো নেই কেন্দ্রীয় বাজেটে। কৃষকদের ঋণের সুবিধা প্রদান থেকে শুরু করে ফসল বিমা যোজনায় বাড়িত সুবিধা দিয়ে কৃষকদের আয় বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু কোন পথে আয় বাড়বে তা বলা হয়নি। আগে আচ্ছেদিনের স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী। এবার ২০১৯-এর মধ্যে দরিদ্র দূরীকরণের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।[রাজ্যে এবার রেল বরাদ্দ বাড়ল আড়াই হাজার কোটি!]

{photo-feature}

English summary
Budget 2010 : Bengal Leaders Who said What
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X