For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুই বাংলাদেশীকে নিজেদের দেশে ফিরিয়ে দিল বিএসএফ

দুই বাংলাদেশীকে নিজেদের দেশে ফিরিয়ে দিল বিএসএফ

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

সীমান্ত এলাকা দেখতে এসে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে বাংলাদেশী এক যুবক ও এক কিশোর। সেই দুই যুবককে তাদের পরিবার হাতে তুলে দিল বিএসএফ। যখন ভারতবর্ষের অন্য প্রান্তে কাশ্মীর সীমান্তে দিবারাত্র বোমা গুলি বারুদের গন্ধে রক্তাক্ত হচ্ছে উপত্যকা। তখন ভারতবর্ষের আরেক প্রান্ত বাংলার শেষ সীমানা তথা বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের ভারত-বাংলাদেশের আরশিকারি সীমান্তে এক অনন্য নজির তৈরি হল।

দুই বাংলাদেশীকে নিজেদের দেশে ফিরিয়ে দিল বিএসএফ

দুই বাংলাদেশী সীমান্তের কাঁটাতার ভুল করে পেরিয়ে যায়। ঠিক তখনই টহলরত বিএসএফ জওয়ান তাদেরকে আটক করে। জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, মহঃ ইন্তাজুল ইসলাম (২৩) এবং জাহিদ হোসেন ইমন (১৫) দুজনই শখের বশে সীমান্ত দেখতে এসেছিল। বর্ডার সিকিউরিটি ফোর্সের ১১২নং ব্যাটেলিয়নের নাগা কম্পানির সিও অরুণ কুমার এবং কোম্পানি কমান্ডার লেক রাজ মিনারা বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের কমান্ডার মোহাম্মদ হানিফের সঙ্গে মিটিং করার পরে ওই দুই যুবককে বাংলাদেশে ফেরত পাঠায়।

বাংলাদেশের সাতক্ষীরার লাঙ্গলঝরা থানার শ্রীহরিপুর গ্রামের যুবক মহঃ ইন্তাজুল ইসলাম ও সাতক্ষীরার কলারোয়া থানার যুগেবেড়িয়া গ্রামের কিশোর জাহিদ হোসেন ইমন এরা ভুল করে বেড়াতে এসে জিরো পয়েন্টের কাঁটাতার পেরিয়ে চলে আসে। সীমান্তরক্ষী বাহিনীর জি কোম্পানির ১১২ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা তাদেরকে ধরে ফেলে। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। পুরো ঘটনাটাই কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনীকে তারা জানায় যে ভুলবশতঃ তারা একাজ করে ফেলেছে। পুরো ঘটনা জানার পর বিএসএফ ওপার বাংলার বিজিবির কমান্ডারের সঙ্গে কথা বলে। তাদের নাম ঠিকানা দেওয়া হয়। বিজিবি এই পুরো ঘটনার সত্যতা যাচাই করার জন্য কলারোয়া ও লাঙ্গলঝরা থানায় নাম ঠিকানা পাঠিয়ে দেয়।

পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা স্বীকার করেন তাদের পরিবারের সন্তানদের কথা। এই ঘটনার জেরে বিএসএফ ও বিজিবির আধিকারিকরা নিজেদের মধ্যে একটি ফ্লাগ মিটিং করে কিশোর ও যুবককে বিজিবির হাতে তুলে দেয়। সন্তানদের ফিরে পেয়ে দুই পরিবার আবেগাপ্লুত হয়ে পড়ে। সীমান্তরক্ষী বাহিনীর এই মানবিকতার জন্য তারা ধন্যবাদ জানিয়েছেন।

English summary
BSF returned two Bangladeshi citizen from border
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X