সার্ভিস রিভলবার থেকে গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান
সীমান্তে আউটপোস্টের সামনে দাঁড়িয়ে নিজের গলায় গুলি করে আত্মঘাতী হল এক বিএসএফ জওয়ান।
সীমান্ত রক্ষী বাহিনী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গতকাল সন্ধ্যা ছটা নাগাদ উত্তর ২৪ পরগনার মাগুরকোনা এলাকায়। মৃতের নাম বিকাশ কুমার (২৮)।

নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি করে আত্মঘাতী হন তিনি। প্রথমে তাঁকে ভর্তি করা হয়। বাগদা গ্রামীন হাসপাতালে। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বনগাঁর একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়।

তবে কি কারণে এই ঘটনা ঘটলো তার তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যেই মৃত ওই জওয়ানের বাড়িতে খবর দেওয়া হয়েছে। মৃতদেহ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে পারিবারিক অশান্তির কারণে মানসিক অবসাদে ভুগছিলেন ওই জওয়ান। তবে তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা নিয়েও খতিয়ে দেখা হচ্ছে।
দু-দু’বার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ এসেছিল প্রণবের, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাস