For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বরফে চাপা পড়ে মৃত্যু বিএসঅফ জওয়ানের, পাঁচদিন পর বাড়িতে দেহ

  • |
Google Oneindia Bengali News

আলিপুরদুয়ারের শ্রীনগরে বরফে চাপা পড়ে মৃত্যু হলো আলিপুরদুয়ারের বি এস অফ জওয়ান গঙ্গা বারা। অবশেষে পাঁচদিন পর আলিপুরদুয়ার জেলার মুজনাই চা বাগানে এল জন্মু নওগাও এলাকায় তুষারপাতে মৃত বিএসএফ জওয়ানের। গঙ্গা বারার কফিনবন্দী দেহ শনিবার সকাল সাড়ে নয়টা নাগাদ মাদারিহাটে এসে পৌছায় বিএসএফ জওয়ানের গঙা বারার কফিনবন্দী দেহ। মাদারিহাটে প্রচুর মানুষ এদিন ভিড় জমিয়েছে।

বরফে চাপা পড়ে মৃত্যু বি এস অফ জওয়ানের

উল্লেখ্য গত সোমবার নওগাও এলাকায় তুষারপাতে বরফ চাপা পড়ে ডিউটিরত অবস্থায় মৃত্যু হয় বিএসএফ ৭৭ ব‍্যাটালিয়ানের জওয়ান গঙ্গা বারা । শনিবার সকালে তার নিজ বাড়িতে কফিনবন্দী হয়ে আসলো বিএসএফ জওয়ান গঙ্গা বারা। শেষবারের মত দেখতে অগণিত মানুষ ভিড় করে মুজনাই চা বাগানে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন বহু মানুষ।

জানা গেছে মৃত গঙ্গা বারা আরো তিনজন বি এস অফ জওয়ানের সাথে সীমান্ত পাহাড়া ছিলো। সেই সময় একটি বরফের চাংওর ভেঙে পড়ে। অন্য তিনজন কোনো ভাবে বরফ সরিয়ে চলে আসে কিন্তু মর্মান্তিক ঘটনা ঘটল গঙ্গা বারা চেষ্টা করলেও ফিরতে পারেনি। অবশেষে রাত দুটোর সময় খুঁজে পাওয়া যায় গঙ্গাকে। এরপর মঙ্গলবার খবর যায় মুজনাই চা বাগানে। গঙ্গার মৃত্যুর খবর আসতেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। আলিপুরদুয়ার পুলিশ সুপার নগেরন্দ্র নাথ ত্রিপাঠি বলেন পরিবারের লোকেরা থানায় এসে খবর দেয়। গঙ্গার ভাই বিশ্বজিৎ বলেন আমরা ছয় ভাই এই ভাই সব থেকে সাহসী। এ ভাবে ও মারা যাবে আমরা ভাবতে পারিনি। কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা।

English summary
bsf jawan died under snow in aliporeduar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X