For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কানা দামোদর নদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু, বিচ্ছিন্ন জগৎবল্লভপুরের বিস্তীর্ণ অঞ্চল

কানা দামোদর নদের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। হাওড়ার জগৎবল্লভপুরে দীর্ঘদিন সংস্কার অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল সেতুটি।

Google Oneindia Bengali News

কানা দামোদর নদের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু। মঙ্গলবার সকালে হাওড়ার জগৎবল্লভপুরে এই ঘটনা ঘটে। দীর্ঘদিন সংস্কার অভাবে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল সেতুটি। সম্প্রতি কানা দামোদর সংস্কার করতে গিয়ে প্রচুর বালি তোলা হয়েছিল কানা দামোদর থেকে। তারপর অবৈধভাবে বালি তোলা হত। তার জেরেই ব্রিজ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বলে মনে করা হচ্ছে।

কানা দামোদর নদে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু, বিচ্ছিন্ন জগৎবল্লভপুরের বিস্তীর্ণ অঞ্চল

কানা দামোদরের উপর খাড়াপাড়া সেতুটি দিয়ে যানবাহন যাতায়াত না করলেও মানুষ চলাচল করত। এদের সাতসকালে ঘটনাটি ঘটায় হতাহতের কোনও খবর নেই। তবে বিপাকে পড়েছেন জগৎবল্লভপুরের মানুষ। তাঁদের যাতায়াতে ঘোরতর সমস্যা তৈরি হয়েছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে জগৎবল্লভপুরের একাংশ।

এলাকার মানুষের ক্ষোভ, বারবার জানানো সত্ত্বেও সেতুটি সংস্কার করা হয়নি। রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ অবস্থা হয়েছিল। বড়সড় বিপদ ঘটতে পারত। হতে পারত প্রাণহানিও। তবে সেই বিপদ থেকে রক্ষা পাওয়া গিয়েছে। সাধারণের আরও অভিযোগ, শুধু কানা দামোদরের সংস্কারই নয়, অবৈধভাবে মাটি ও বালি তোলা হত। ব্রিজের নিচে থেকেও তোলা হত বালি। তারই জেরে ব্রিজ ভেঙে পড়ল এদিন।

এর পাশাপাশি সেচ দফতরের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে, কানা দামোদর সংস্কারের জন্য বালি তোলা হল, কেন ব্রিজের রক্ষণাবেক্ষণের জন্য কোনও ব্যবস্থা নেওয়া হল না। সেচ দফতর কিছুতেই তাঁদের দায়িত্ব এড়াতে পারেন না। কিন্তু দায়িত্বশীল হয়নি সেচ দফতরের আধিকারিকরা।

English summary
Bridge collapses on Kana Damodar river at Jagatballavpur of Howrah. This bridge was outworn for lack of reformation,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X