For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্যানিংয়ে টিকিট পরীক্ষকদের সঙ্গে বচসা চলাকালীন ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের

  • |
Google Oneindia Bengali News

টিকিট পরীক্ষকদের সঙ্গে বচসা চলার সময় ট্রেনের কামরা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃতের নাম গোবিন্দ মন্ডল। শনিবার এই ঘটনা ঘটেছে শিয়ালদহ দক্ষিণ শাখায় ক্যানিং স্টেশনের কাছে। এই ঘটনার জন্য টিকিট পরীক্ষকদের দায়ী করছেন এই ট্রেনের কামরার যাত্রীদের একাংশ।

ক্যানিংয়ে ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের

এদিন সোনারপুরের বাসিন্দা গোবিন্দ মন্ডল ফিরছিলেন ডাউন লাইনের ওই ট্রেনে। জানা গিয়েছে যে অন্য দিনের মতোই এদিন যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন টিকিট পরীক্ষকরা। গোবিন্দ মন্ডলের কাছে টিকিট চাওয়ার পর তার সঙ্গে টিকিট পরীক্ষকদের সঙ্গে বচসা হয়। যাত্রীরা সেই বিতণ্ডা শুনেছেন । তার পর তারা দেখেন যে এই যুবক ট্রেনের থেকে নিচে পড়ে যায়।

এটা নিছকই কোনও দুর্ঘটনা , নাকি ওই যুবককে টিকিট পরীক্ষকরা ধাক্কা দিয়ে ফেলে দেন তা নিয়ে প্রশ্ন উঠেছে । ওই সময় আপ লাইন দিয়ে অন্য একটি ট্রেন যাচ্ছিল । সেই ট্রেনের ধাক্কা লাগলে মৃত্যু হয়েছে ওই যুবকের। রেল পুলিশ জানায় যে এই ঘটনা র তদন্ত শুরু হয়েছে । এদিকে যাত্রীদের একাংশ বলেন যে ওই যুবকের কাছে টিকিট চাওয়ার পর তিনি কিছু টিকিট বা কাগজ দেখান। ওই যুবক যে টিকিট দেখানো হয় তা পুরানো বলেই মনে করছেন কয়েকজন যাত্রী । তবে কীভাবে এই যুবক ট্রেনের থেকে নিচে পড়ে যায় তা বুঝতে পারেন নি তারা ।

English summary
boy died after falling off train while arguing with ticket checker in canning
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X