For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছাপ্পা ঘিরে ক্ষোভ! বাসন্তীতে ধরনায় সায়ন্তন, যাদবপুরে বুথে হেনস্থার শিকার অনুপম

বেলা গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভোট পারদও চড়েছে রাজ্যের তাপমাত্রার সঙ্গে সঙ্গে। বাসন্তী থেকে যাদবপুরে ভোট ঘিরে ছাপ্পার অভিযোগে সরগরম বিজেপি শিবির।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

বেলা গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ভোট পারদও চড়েছে রাজ্যের তাপমাত্রার সঙ্গে সঙ্গে। বাসন্তী থেকে যাদবপুরে ভোট ঘিরে ছাপ্পার অভিযোগে সরগরম বিজেপি শিবির। পাশাপাশি ,ভোটদানে মানুষকে তৃণমূল অংশ নিতে দিচ্ছেনা বলেও দাবি তুলেছে বিজেপি শিবির। সব মিলিয়ে বাংলার বিভিন্ন বিজেপি প্রার্থীরা একাধিক জায়গায় ক্ষোভে ফেটে পড়েছেন।

যাদবপুরে হেনস্থার শিকার অনুপম

এদিন যাদবপুর ভোটগ্রহণ কেন্দ্রে মুখ ঢেকে কয়েকজন ছাপ্পা ভোট দিচ্ছিলেন বলে অভিযোগ পান বিজেপি প্রার্থী অনুপম হাজরা। ঘটনার কথা জানতে পেরেই তিনি পৌঁছে যান, ওই ভোট কেন্দ্রে। এরপরই সেখানে অনুপম হেনস্থার শিকার হয়েছেন বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এরপর , কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব হন অনুপম।

সায়ন্তনের ধরনা

এদিকে, যাদবপুরের বিভিন্ন জায়গায় যখন ছাপ্পার অভিযোগ, তখন বসিরহাটের বাসন্তী উত্তপ্ত হয়ে ওঠে বিজেপির রাস্তা অবরোধকে কেন্দ্র করে। এদিন বিজেপির বসিরহাটের প্রার্থী সায়ন্তন বসুর অভিযোগ করেন, বাসন্তীতে মানুষকে ভোট দিতে দিচ্ছে না তৃণমূল। এইম অভিযোগ নিয়ে রাস্তায় অবরোধ শুরু করেন সায়ন্তন।

[আরও পড়ুন: বহিরাগত সত্ত্বেও ছেলের জয় নিশ্চিত! কত ভোট পাবে, জানালেন বিজেপি নেতা অর্জুন সিং][আরও পড়ুন: বহিরাগত সত্ত্বেও ছেলের জয় নিশ্চিত! কত ভোট পাবে, জানালেন বিজেপি নেতা অর্জুন সিং]

১০০জনকে ভোট দিতে বাধা!

এদিন, রাস্তা অবরোধ করে সায়ন্তন বসু সাফ জানিয়ে দেন বাসন্তীতে ১৮৯ নম্বর বুথে, প্রায় ১০০ জন মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। আর তার জেরেই এই অবস্থান বিক্ষোভ।

[আরো পড়ুন:ভারতীর পর ভোটের দিন রাহুল সিনহাকে ঘিরেও ইটবৃষ্টি! তিলজলায় উত্তেজনা ][আরো পড়ুন:ভারতীর পর ভোটের দিন রাহুল সিনহাকে ঘিরেও ইটবৃষ্টি! তিলজলায় উত্তেজনা ]

English summary
Booth capturing allegations against TMC in Bengal, BJP's Anupam, Sayantan protests .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X