কৌশিকী অমাবস্যায় ভক্ত সমাগমের মাঝেই তারাপীঠে বোমাতঙ্ক
কৌশিকী অমাবস্যায় বিপুল সনখ্যক ভক্ত সমাগম হয় শক্তিপীঠ তারাপীঠে। এই উপলক্ষ্যে তাই নিরাপত্তা জোরদার করা হয়েছে তারাপীঠে। প্রচুর পুলিশ মোতায়েন করা ছাড়াও ড্রোন ক্যামেরা দিয়ে নজরদারি চালানো হচ্ছে। এরই মাঝে একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে।

দ্বারকা নদীর সেতু পেড়িয়ে মন্দিরে যাওয়ার রাস্তায়, তারাপীঠ মন্দিরে ঢোকার প্রধান গেটের আগে, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন লোকজন। কোনও পুন্যার্থী ব্যাগটি ফেলে গিয়েছে বলে মনে করেন তারা।
[আরও পড়ুন: মূল্যবৃদ্ধির প্রতিবাদে অঙ্গনওয়ারি কর্মীদের আন্দোলন দক্ষিণ দিনাজপুরে]
তবে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরেও ব্যাগের মালিকের খোঁজ না মেলায় অবাক হয়ে যান সকলেই। এরই মধ্যে লোকমুখে ছড়িয়ে পড়ে যে ব্যাগের মধ্যে বোমা রাখা আছে। তাতেই আতঙ্কিত হয়ে পড়েন কৌশিকী অমাবস্যা উপলক্ষ্যে আসা ভক্তরা। পরে পুলিশ তল্লাশি চালিয়ে কোনো বোমা না পাওয়ার পর স্বস্তি ফেরে সকলের মনে।