For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফালাকাটায় সকেট বোমা সহ তিন জন গ্রেফতার

গতকাল ফালাকাটার পুলিশ সকেট বোমা সহ তিন জনকে গ্রেফতার করে। ফালাকাটার গরম চা এলাকা থেকে এই তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

গতকাল ফালাকাটার পুলিশ সকেট বোমা সহ তিন জনকে গ্রেফতার করে। ফালাকাটার গরম চা এলাকা থেকে এই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের কাছ থেকে তিনটি সকেট বোম পাওয়া গেছে বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি। পুলিশ সুত্রে জানা গেছে ধৃত তিনজনের মধ্যে একজনের বাড়ি আলিপুরদুয়ার থানার কলাবাড়ি এলাকায় গোফুর আলির বাড়ি, অন্য দুই জনের জলপাইগুড়ি জেলার ধুপগুড়ির ডাউকিমারি এলাকার বাসিন্দা।

ফালাকাটায় সকেট বোমা সহ তিন জন গ্রেফতার

তাদের নাম ক্ষিতীশ চন্দ্র রায় ও কমল চন্দ্র রায়। তিনজনকেই জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরো তথ্য জানতে পেরেছে । গোপন সুত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে ধরে ফেলে। আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি বলেন, আমরা তিনটি সকেট বোম সহ তিনজনকে গ্রেফতার করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কি উদ্দেশ্যে কেন এই সকেট বোমা নিয়ে তারা যাচ্ছিল এই বিষয়ে জানার জন্য তদন্ত চলছে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে দুষ্কৃতীরা বাইকে চেপে ফালাকাটার দিকে আসছিলেন।

[আরও পড়ুন: কোচবিহারবাসীর জন্য অত্যাধুনিক মর্গ হাসপাতালে ][আরও পড়ুন: কোচবিহারবাসীর জন্য অত্যাধুনিক মর্গ হাসপাতালে ]

সেই সময় পুলিশ খবর পেয়ে বাইক সহ তিনজন দুষ্কৃতীকে ধরে ফেলে। উল্লেখ্য এদিন শিলিগুড়ির বিধান মার্কেটে গ্রেনেড উদ্ধার হওয়ার পাশাপাশি এই অভিযান চলছিলো । ওই ঘটনার পরই রাতে ফালাকাটায় সকেট বোম সহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় এদিন এলাকা জুড়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।

English summary
Bomb Recovered in Falakata of Coochbehar . Here is the details.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X