বালুরঘাটে মাঠে এক ব্যক্তির কানকাটা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
বৃহস্পতিবার সকালে বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাঙ্গারপাড়া এলাকায় 'কলেজ সংলগ্ন একটি মাঠের পাশ থেকে উদ্ধার হয় এক ব্যক্তির কানকাটা মৃতদেহ। সুকুমার বর্মণ নামে ওই ব্যক্তির মৃত দেহ পরে থাকতে দেখে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির বাড়ি পাঙ্গারপাড়া এলাকায়। পেশায় তিনি টোটো চালক ছিলেন। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার বিশাল পুলিশবাহিনী। এলাকার বাসিন্দারা দেহটিকে ঘিরে পুলিশকে বিক্ষোভ দেখায়।
কয়েক ঘন্টা পরে মৃতদেহটি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যায়।মৃত সুকুমারের কানকাটা ও গলায় দাগের চিহ্ন দেখতে পায় পরিবার ও স্থানীয় মানুষ। পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করা হয়।
পুরো বিষয়টি খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। পরিবারের লোকদের কাছ থেকে জানাজায় সুকুমার বর্মণের আদি বাড়ি ছিল গয়েশপুর এলাকায়। তবে তিনি ছোট থেকেই বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাঙ্গারপাড়া এলাকায় মাসি বিধুবালা বর্মণের বাড়িতে বড় হয়েছেন। বর্তমানে তিনি সেখানেই বসবাস করতেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় এখনো কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে ধর্মনিরপেক্ষতার প্রশ্নে বিজেপিকে কটাক্ষ সোমেন মিত্রর