For Quick Alerts
For Daily Alerts
মালদহে আমবাগান থেকে উদ্ধার ঝুলন্ত দেহ
মালদহ জেলার রতুয়া এলাকায় একটি আমবাগানে একটি গাছ থেকে উদ্ধার করা হয়েছে এক যুবক ও এক যুবতীর মৃতদেহ। প্রণয় ঘটিত কারণে এই দুই জন আত্মহত্যা করেছে বলে মনে করছে পুলিশ। জানা গিয়েছে যে মৃতদের নাম বিজয় মন্ডল ও রাধা মন্ডল ওরফে মালা।

রতুয়ার নাজিরপুর আটগ্রামে একটি আমবাগানে একটি গাছ থেকে উদ্ধার করা হয়েছে তাদের ঝুলন্ত দেহ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে এদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। মালার বিয়ে অন্য জায়গাতে ঠিক হয়েছে। কিন্তু সেই বিয়ে করতে রাজি নয় মালা। বিজয় দিল্লিতে শ্রমিকদের কাজ করে। সম্প্রতি সে ফিরে আসে।
কিন্তু তাদের সম্পর্ক ও বিয়ে করার ইচ্ছে মানতে নারাজ তাদের পরিবারের সদস্যরা। এই কারণে তারা দুজনেই এক সাথে আত্মহত্যা করেছে বলে মনে করছে পুলিশ ও এলাকাবাসী।