কোজাগরী লক্ষ্মীপুজোর পূর্ণিমায় রাতের আকাশে বিরল মহাজাগতিক দৃশ্য আসন্ন! জানুন কী ঘটতে চলেছে
অক্টোবর মাসের শুরু হয়েছিল দুর্গাপুজোর জন্য অপেক্ষার হাত ধরে। মাসের শেষের দিকে বাঙালির প্রাণের পুজো সম্পন্ন হয়েছে। এবার পালা লক্ষ্মীপুজোর । এ সপ্তাহের শুক্রবারই লক্ষ্মীপুজো হতে চলেছে । তবে সেই আবহে রাতের আকাশে এক বিরল মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে।

কোজাগরী লক্ষ্মী পুজোর পূর্ণিমা
কোজাগরী লক্ষ্মীপুজোর জন্য পূর্ণিমার সময় তিথি জানা অত্যন্ত প্রয়োজনীয়। ২০২০ সালের কোজাগরী লক্ষ্মীপুজোর পূর্ণিমা ৩০ অক্টোবর ১৭:৪৪ মিনিট অর্থাৎ বিকেল ৫ টা ৪৪ মিনিটে শুরু হবে। আর পূর্ণিমা শেষ হবে ৩১ অক্টোবর ২০:১৮ মিনিট, বা সন্ধ্যে ৮ টা ৩১ মিনিটে।

আকাশে বিরল ঘটনা
লক্ষ্মীপুজোর পূর্ণিমার তিথি ঠিক রাত ৮:৩১ মিনিটে শেষ হবে। আর সেই ৩১ অক্টোবর রাত ঠিক ৮:১৯ মিনিট থেকেই কোজাগরী লক্ষ্মীপুজোর রাতে একা অসামান্য বিরল দৃশ্য দেখা যাবে বলে জানাচ্ছেন মহাকাশ বিজ্ঞানীরা। অক্টোবরের পূর্ণিমা তিথিতে এমন ঘটনা ঘিরে রীতিমতো কৌতূহলে মানুষ।

কী দেখা যাবে লক্ষ্মীপুজোর পূর্ণিমায়?
জানা যাচ্ছে , ৩১ অক্টোবরের রাতে আকাশে ব্লু মুন দেখা যাবে। ৩১ অক্টোবর শনিবার রাত ৮:১৯ মিনিটে দেখা যাবে এই বিরল মহাজাগতিক দৃশ্য।

সাধারণত ৩০ দিনের মাসে ব্লু মুন দেখা যায়, তবে এবার.....
বিজ্ঞানীরা বলছেন সাধারণ হিসাব অনুযায়ী একটি বছরে ১২ টি 'ফুল মুন' দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রে যে মাসে ৩০ দিন থাকে সেই মাসে ব্লু মুন দেখা যায়। তবে ২০১৮ সালের জানুয়ারি, মার্চে মাসে ৩১ দিন থাকা সত্ত্বেও ব্লু মুন দএখা গিয়েছিল। সেই মতো ২০২০ সালের ৩১ অক্টোবর। এরপর ২০২৩ সালের অগাস্ট মাসে ব্লু মুন দেখা যেতে চলেছে। সেই মাসে ৩১ দিন রয়েছে।

পশ্চিমবঙ্গ তথা সারা দেশ থেকে বর্ষার বিদায়! ২৪ ঘন্টায় উত্তর ও দক্ষিণবঙ্গের জন্য আবহাওয়ার পূর্বাভাস