পিংলার পর বর্ধমানের কেতুগ্রামে বিস্ফোরণ, আহত ২ মহিলা
বর্ধমান, ৯ মে : পিংলার পর এবার বিস্ফোরণ বর্ধমানের কেতুগ্রামে। কেতুগ্রামের বেগুনখোলা গ্রামে সকাল ৮ টা নাগাদ একটি বিস্ফোরণ হয়। এই ঘটনায় একটি বাড়ি ধূলিস্যাৎ হয়ে গিয়েছে। দুই মহিলা আহত হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে।[পিংলায় বাজি কারখানার আড়ালে বোমা তৈরির কাজ, বিস্ফোরণে মৃত ১১, পুলিশ-প্রশাসনের নিন্দায় রাজনৈতিক মহল]
এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়সূত্রে খবর, ওই বাড়িতে বহু পরিমাণে বোমা মজুত রাখা ছিল। বোমা তৈরির কাজ চলত ওই বাড়িতে। [ পিংলার বিস্ফোরণের দায় বোমার নয় বাজির, দাবি সিআইডির, তদন্তে ক্ষোভ বিরোধীদের]

বহিরাগতদের এনে এই বাড়িতে বোমা বাধার কাজ চালানো হতো বলে অভিযোগ স্থানীয় বাসিন্দারে। বহিরাগতরা সকালে আসত, কাজ সেরে আবার রাতে চলে যেত। বহুদিন ধরেই এই কারবার গ্রামে চলছে বলে অভিযোগ জানিয়েছে পুলিশ।
বিস্ফোরণের জেরে ২ মহিলা গুরুতর জখম হয়েছেন। আহতদের দুজনকেই হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনুমান বিস্ফোরণের সময় বাড়িতে কেউ ছিল না, নইলে একাধিক মৃত্যু অবধারিত ছিল।
এদিকে গত বুধবার মধ্যরাতে বিস্ফোরণে কেঁপে ওঠে পশ্চিম মেদিনীপুরের পিংলা গ্রামের ব্রাহ্মণবাড় এলাকা। বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হয় ১১ জনের। স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল, বাজির আড়ালে এই বাড়িতে বোমা বাধার কাজ চলত। শুধু বাজির বিস্ফোরণের তীব্রতা এত হতে পারে না। তবে তদন্তকারী সিআইডি দল সে অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছে বাজির বিস্ফোরণের জেরেই দুর্ঘটনা ঘটেছে।