রাজ্যপালের কাছে বিশ্বভারতী কাণ্ডে নিরপেক্ষ তদন্ত দাবি! রবি ঠাকুরকে নিয়ে লড়াই নয়, বললেন সৌমিত্র
বিশ্বভারতী নিয়ে এবার রাজ্যপাল জগদীপ ধনখড়ের দ্বারস্থ রাজ্য বিজেপির যুব মোর্চা। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে দাবিপত্র তুলে দেন রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ, অনুপম হাজরা সহ অন্যরা। রাজ্যপালের কাছে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন করার পাশাপাশি, বিশ্বভারতী কাণ্ডে নিরপেক্ষ তদন্তের দাবিও তোলা হয়েছে।
নতুন স্লোগানকে সামনে রেখে হানা দেবের গড়ে! তৃণমূল-সহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১০০ পরিবার বিজেপিতে

বিশ্বভারতীতে ভাঙচুর নিয়ে প্রশ্ন
বিশ্বভারতীতে ভাঙচুর নিয়ে প্রশ্ন তুলেছে যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ। আইনের দ্বারস্থ না হয়ে কেন আইন নিজের হাতে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

রবি ঠাকুরকে নিয়ে লড়াই নয়
সৌমিত্র খাঁ বলেছেন, রবি ঠাকুরকে নিয়ে লড়াই চান না। তিনি আরও বলেন, বিশ্ব ভারতী কাণ্ডে ব্যবস্থা না নেওয়া হলে, গণেশ চতুর্থীর পর থেকে প্রতিদিন সন্ধেয় রবীন্দ্রনাথের ছবির সামনে মোমবাতি জ্বালানো হবে। তিনি বলেন, মোমবাতি জ্বালিয়ে রবি ঠাকুরকে বলবেন, তোমার সোনার বাংলা ফিরিয়ে দাও।

সত্য সামনে আনার দাবিতে নিরপেক্ষ তদন্ত দাবি রাজ্যপালের কাছে
বিশ্বভারতী কাণ্ডে সত্য সামনে আনার দাবিতে, নিরপেক্ষ তদন্ত দাবি করা হয়েছে। বিজেপি যুব মোর্চা বলেছে, বিশ্বভারতীতে যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত। তিনি আরও বলেন বিশ্বভারতীর পাঁচিল ভাঙা থেকেই প্রমাণিত এর আগে শাসকদল বিদ্যাসাগরের মূর্তি ভেঙে ছিল।

সোমবার শান্তিনিকেতনে অশান্তি
সোমবার শান্তিনিকেতনের মেলার পাঠে পাঁচিল তোলা কাজের তদারকি করছিলেন উপাচার্য। সেই স্থানীয়দের একাংশ এবং বহিরাগতরা পে লোডার নিয়ে গিয়ে, তা গুঁড়িয়ে দেয়। এরপরেই নিরাপত্তার অজুহাতে অনির্দিষ্টকালের জন্য বিশ্বভারতী বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর দফতরে নালিশও জানানো হয়।