For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূলে ফিরলেন কর্মীরা! নোপথ্যে কোন ঘটনা,জল্পনা চরমে

লোকসভা ভোটের আগে জমজমাট রাজ্যরাজনীতি। প্রতি মুহূর্তেই চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। প্রথম দফার ভোটের মুখে দল বদলের রাজনীতিও বেশ জোরদার।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা ভোটের আগে জমজমাট রাজ্যরাজনীতি। প্রতি মুহূর্তেই চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। প্রথম দফার ভোটের মুখে দল বদলের রাজনীতিও বেশ জোরদার। এমন পরিস্থিতিতে ঘণ্টা খানেকের মাথায় বিজেপি আর তৃণমূলের মধ্যে কর্মীদের দলবদলের ছবিও উঠে এলো পাণ্ডবেশ্বরের খোট্টাডিহিতে।

বিজেপিতে যোগ দেওয়ার ঘণ্টা খানেক বাদেই তৃণমূলে ফিরলেন কর্মীরা! কেন জানেন

শুক্রবার সকালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন কয়েকজন। এরপর ঘণ্টা খানেক পার হতেই ফের শোনা যায়,তাঁরা আবার তৃণমূলেই ফিরে গিয়েছেন। ঘটনা নিয়ে রীতিমত শোরগোল পড়ে যায় জেলার রাজনীতিতে। তবে রাতারাতি কেন এমন দল বদল? প্রশ্ন উঠতে শুরু করে রাজনৈতিক মহলে। এরপরই তৃণমূলের তরফে জানানো হয়, নিজেদের ভুল বুঝতে পেরেই এই কর্মীরা ফিরে এসেছেন তৃণমূলে। তবে বিজেপির দাবি, ভয় দেখিয়ে ওই কর্মীদের দলে ফিরিয়ে নিয়েছে তৃণমূল।

[আরও পড়ুন:নির্বাচনী ইস্তেহার প্রকাশ করছে বিজেপি, হাজির মোদী-শাহ সহ সমস্ত শীর্ষ নেতৃত্ব][আরও পড়ুন:নির্বাচনী ইস্তেহার প্রকাশ করছে বিজেপি, হাজির মোদী-শাহ সহ সমস্ত শীর্ষ নেতৃত্ব]

যদিও বিজেপির দাবিকে নস্যাৎ করে দিয়েছে তৃণমূল। সূত্রের দাবি, এলাকার দাপুটে নেতা জিতেন্দ্র তিওয়ারি একটি সভা থেকে বিজেপি কর্মীদের নিশানা করে হুমকি দেন। এরপর পরই তৃণমূল থেকে আসা কর্মীরা বিজেপি ছেড়ে চলে যান তৃণমূলে।

[আরও পড়ুন: লোকসভার আগে অগ্নিপরীক্ষা অর্জুনের! আজ ভাটপাড়ায় আস্থাভোট][আরও পড়ুন: লোকসভার আগে অগ্নিপরীক্ষা অর্জুনের! আজ ভাটপাড়ায় আস্থাভোট]

[আরও পড়ুন: দেওয়াল লেখা নিয়ে গণ্ডগোল! অর্জুনের গড়ে গভীর রাতে আক্রান্ত বিজেপি নেত্রীর গাড়ি][আরও পড়ুন: দেওয়াল লেখা নিয়ে গণ্ডগোল! অর্জুনের গড়ে গভীর রাতে আক্রান্ত বিজেপি নেত্রীর গাড়ি]

English summary
BJP workers shifted to Trinamool withing hours of party change.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X