বিজেপিতে গিয়েও মিলল না ছাড়! কাটমানি নিয়ে বিক্ষোভের মুখে নেত্রী, সংঘর্ষ
কাটমানি নিয়ে চূড়ান্ত উত্তেজনা। এবার বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ বিজেপিরই কর্মী সমর্থকদের। জানা গিয়েছে, পঞ্চায়েতের ওই নেত্রী দিন কয়েক আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এদিন তাঁর বাড়ি ঘেরাও করা হলে, এলাকায় সংঘর্ষ বেধে যায়। ঘটনায় চারজন আহত হন বলে জানা গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, মাথাভাঙ্গা ১ ব্লকের হাজরাহাট ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রুম্পা বর্মনের বাড়িতে কাটমানি নেওয়ার অভিযোগ বেশ কিছু গ্রামবাসী বিক্ষোভ দেখান। এর জেরেই সংঘর্ষ বাধে। তাতে গুলিও চলে। এই ঘটনায় ৪ জন আন্দোলনকারী আহত হন। তাঁরা হলেন দীপক তালুকদার, গৌতম তালুকদার, প্রফুল্য তালুকদার, নিয়াশা তালুকদার। প্রসঙ্গত এই রুম্পা বর্মন লোকসভা ভোটের ফল বেরনোর পর বিজেপিতে যোগ দিয়েছিলেন। এদিনের বিক্ষোভে বিজেপির মদত ছিল বলে জানা গিয়েছে।
বিক্ষোভকারীরা জানান, তাঁরা প্রধানের বিরুদ্ধে কাটমনি নেওয়ার অভিযোগে বিক্ষোভ দেখতে গিয়েছিলেন। এই সময় রুম্পা বর্মনের লোকজন তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র নিয়ে আক্রমণের অভিযোগও উঠেছে। গুলি চালানোর অভিযোগও উঠেছে। যদিও ওই অভিযোগ অস্বীকার করেছেন রুম্পা বর্মন।
স্থানীয় ভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি কাটমানির অভিযোগ থেকে বাঁচতেই ওই নেত্রী বিজেপিতে যোগ দিয়েছিলেন।