বিজেপিতে ভাঙন জঙ্গলমহলে জেতা পঞ্চায়েতে, লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগদান
এবার লোকসভা ভোট শুধু দিল্লি দখলের লড়াই নয়, এ রাজ্যে লোকসভা ভোট আদতেই হয়ে উঠেছে প্রেস্টিজ ফাইট। যে কোনও মূল্যে জিততে মরিয়া তৃণমূল কংগ্রেস ও বিজেপি উভয়েই। তাই কেউই কাউকে জমি ছাড়তে নারাজ। তাই ভোটের আগে দুই দলই সক্রিয় নিজেদের ভোটব্যাঙ্ক অঙ্ক রাখতে। প্রতিদিনই নিয়ম করে দলবদল হচ্ছে।

বিজেপি ছেড়ে তৃণমূলে
এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল দুই শতাধিক কর্মী। লোকসভা ভোটের মুখে বিজেপিতে ভাঙন ধরিয়ে পাল্টা দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জঙ্গলমহলের বিনপুরের হরদা অঞ্চলে বিজেপি ছেড়েছেন কর্মীরা।

বিজেপির ঘর ভাঙল তৃণমূল
গত পঞ্চায়েত নির্বাচনে এই হরদা অঞ্চলে বিজয়ী হয় বিজেপি। সেই অঞ্চলেই বিজেপির ঘর ভাঙতে সমর্থ হল তৃণমূল। দলত্যাগীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়। পতাকা তুলে দেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল কোর কমিটির চেয়ারম্যান সুকুমার হাঁসদা। উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস প্রমুখ।

দলত্যাগ করেও ফের তৃণমূলে
তবে শুধু দলবদলেই ক্ষান্ত নয়। দলবদলের পর ফের ঘরে ফেরার প্রবণতাও বিশেষভাবে লক্ষ্যণীয়। মোট কথা লোকসভা ভোটের আগে জমজমাট রাজ্যরাজনীতি। প্রতি মুহূর্তেই চলছে রাজনৈতিক পালাবদল। বর্ধমানের পাণ্ডবেশ্বরের খণ্ডদিহিতে বিজেপিতে যোগ দেওয়ার কয়েকঘণ্টার মধ্যেই তৃণমূলে ফিরে এসেছেন কর্মীরা।
[আরও পড়ুন:দেশকে শক্তিশালী করতে মোদীর লক্ষ্য ১৮! লাতুরের সভা থেকে জানালেন আবেদন]

ভুল বুঝতে পারা নাকি হুঁশিয়ারি, তরজা
তৃণমূলের দাবি, ভুল বুঝিয়ে বিজেপি তাদের নিয়ে গিয়েছিল। ভুল বুঝতে পেরে কর্মীরা ফিরে এসেছেন তৃণমূলে। যদিও বিজেপির দাবি, ভয় দেখিয়ে কর্মীদের দলে ফিরিয়েছে তৃণমূল। জিতেন্দ্র তিওয়ারির হুঁশিয়ারির পরই তৃণমূল থেকে আসা কর্মীরা ফের বিজেপি ছেড়ে ফিরে যায় বলে অভিযোগ। বিজেপির সেই দাবিকে নস্যাৎ করে দিয়েছে তৃণমূল।
[আরও পড়ুন: দুর্যোধন-দুঃশাসনের মন্ত্রিসভা! মোদীকে ছাড়ব না, রায়গঞ্জের সভা থেকে আক্রমণ মমতার]