For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কৃষকদের বোকা বানানো যায় কী করে, নেতাদের পরামর্শ চাইছেন বিজেপিকর্মীরা

কৃষকরা কালা কানুনের বিরুদ্ধে প্রতিবাদ করছে। তাঁরা কৃষি আইনের সমর্থনের আর কোনও কথা শুনতে চাইছেন না। এই অবস্থায় আমরা কী করব!

  • |
Google Oneindia Bengali News

কৃষকরা কালা কানুনের বিরুদ্ধে প্রতিবাদ করছে। তাঁরা কৃষি আইনের সমর্থনের আর কোনও কথা শুনতে চাইছেন না। এই অবস্থায় আমরা কী করব! বিজেপি কর্মীরা সোমবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে পরামর্শ চাইলেন কীভাবে কৃষকদের বিভ্রান্ত করা যায়। গুরগাঁওয়ে বিজেপির ওই বৈঠকের ভিডিও শেয়ার করে বিতর্ক উসকে দেন কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা।

কৃষকদের বোকা বানানো যায় কী করে, পরামর্শ চাইছেন বিজেপি নেতারা

বিজেপির রাজ্য ইউনিটের সভাপতি ওপি ধনকর, ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিংহ এবং হিশারের সাংসদ ব্রিজেন্দ্র সিং উপস্থিত ছিলেন ওই বৈঠকে। সেখানে ভিডিওতে শোনা যায় বিজেপি কর্মীরা দলীয় নেতা-মন্ত্রী-সাংসদদের কাছে পরামর্শ চাইছেন কী করে কৃষকদের বোকা বানানো যায়। তাঁরা জানতে চান, আর যুক্তি দিয়ে কৃষককে দমন করা যাচ্ছে না, এবার তাদের বোকা বানাতে হবে।

রণদীপ সিং সুরজেওয়ালা টুইটে দাবি করেছেন, বিজেপির আসল চেহারা বেরিয়ে পড়েছে। সুরজেওয়ালা যে ভিডিওটি শেয়ার করেছেন, তাতে বিজেপির এক কর্মীকে বলতে শোনা গিয়েছে, "আমাদের কথা শোনার মতো মুড নেই কৃষকদের... তাদের বিভ্রান্ত করতে হবে। সুতরাং আমাদের সাথে কিছু টিপস শেয়ার করুন।"

নভেম্বর মাসের শেষের দিক থেকে সারাদেশের কৃষকরা কেন্দ্রের কৃষি আইনগুলির বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন। কয়েক হাজার মানুষ ট্র্যাক্টর নিয়ে দিল্লি অভিযান করেছিলেন। এরপর আরও কয়েক হাজার মানুষ যোগ দিয়েছিলেন প্রতিবাদে। তাঁরা রাজধানীর সীমানায় শিবির স্থাপন করেছিলেন।

কৃষকরা জোর দিয়েই জানিয়েছিলেন যে, তারা পিছপা হবে না এবং তিনটি বিতর্কিত আইন বাতিল করতে হবে। পাশাপাশি ন্যূনতম সহায়ক মূল্যের দাবিও তোলেন তাঁরা। কেন্দ্রের যুক্তি, আইনগুলি লাগু হলে কৃষকদের উপকারই করবে এবং এগুলি বাতিল করা হবে না। তারা এমএসপির জন্য আইনগত গ্যারান্টিও খারিজ করেছে।

English summary
BJP workers are meeting with party leaders and ministers and asking them for tips to fool farmers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X