For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আক্রান্তের ঘুরে বেড়ানোর প্রতিবাদ! বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগে কাঠগড়ায় তৃণমূল

এবার বিজেপি (bjp) কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ তৃণমূলের (trinamool congress) বিরুদ্ধে। বুধবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের গাজিপুরে এক বিজেপি কর্মীকে পিটিয়ে মারা হয়। বিজেপির অভিযোগ তৃণমূল এই ঘটনায়

  • |
Google Oneindia Bengali News

এবার বিজেপি (bjp) কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ তৃণমূলের (trinamool congress) বিরুদ্ধে। বুধবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের গাজিপুরে এক বিজেপি কর্মীকে পিটিয়ে মারা হয়। বিজেপির অভিযোগ তৃণমূল এই ঘটনায় জড়িত। এর আগে বিজেপি কর্মীকে গাছে ঝুলিতে হত্যার অভিযোগ আনা হলেও, তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ খুব বেশি শোনা যায়নি।

গোষ্ঠী সংঘর্ষ প্রকাশ্যে! অন্ডালে শ্যুটআউটে মৃত্যু তৃণমূল কর্মীর</a><a href=" title="গোষ্ঠী সংঘর্ষ প্রকাশ্যে! অন্ডালে শ্যুটআউটে মৃত্যু তৃণমূল কর্মীর" />গোষ্ঠী সংঘর্ষ প্রকাশ্যে! অন্ডালে শ্যুটআউটে মৃত্যু তৃণমূল কর্মীর

নেত্রীর করোনা আক্রান্ত স্বামী ঘুরে বেড়ানোয় প্রতিবাদ

নেত্রীর করোনা আক্রান্ত স্বামী ঘুরে বেড়ানোয় প্রতিবাদ

তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী টিঙ্কু পাল করোনা আক্রান্ত। অভিযোগ, তিনি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এরই প্রতিবাদ করেছিলেন গোকুল জানা নামে বছর ৬২-র এই বিজেপি কর্মী। এই সময় গোকুল জানাকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ।

অভিযোগ জানানোর পরেই হামলা

অভিযোগ জানানোর পরেই হামলা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল পঞ্চায়েত সদস্যার করোনা আক্রান্ত স্বামী গ্রামের নলকূপ থেকে জল নিয়ে গিয়েছেন, এই অভিযোগ নিয়ে এলাকার আশা কর্মী মিনতি জানার বাড়িতে গিয়েছিলেন বিজেপি কর্মী গোকুল জানা। সেখানেই আশা কর্মীর স্বামী শঙ্কর জানা পাল্টা আঘাত করেন বিজেপি কর্মীকে। এছাড়াও এই হামলায় জড়িত করোনা আক্রান্ত টিঙ্কু পাল ও তার দলবল।

মৃত ব্যক্তি বিজেপির বুথ সম্পাদক

মৃত ব্যক্তি বিজেপির বুথ সম্পাদক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত গোকুল জানা ১৭৭ নম্বর বুথে বিজেপির সম্পাদক। এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলেই পরিচিত ছিলেন তিনি। পরিবারের তরফে ভূপতিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।

এলাকায় তৃণমূলের গুণ্ডামি বেড়ে যাওয়ার অভিযোগ

এলাকায় তৃণমূলের গুণ্ডামি বেড়ে যাওয়ার অভিযোগ

স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে অভিযোগ করা হয়েছে, ভগবানপুর দুই ব্লকের সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের গুণ্ডামি বেড়ে গিয়েছে। বুধবারের হামলায় তৃণমূল জড়িত বলে অভিযোগ করে গেরুয়া শিবিরের হুঁশিয়ারি এব্যাপারে পুলিশ কোনও ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন করা হবে।

 অভিযোগ অস্বীকার তৃণমূলের

অভিযোগ অস্বীকার তৃণমূলের

যদিও বিজেপির তোলা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি করেছে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব। বিষয়টিকে পারিবারিক ঘটনা বলেই দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। মৃতদেহ পেলেই বিজেপি রাজনীতি শুরু করে পাল্টা অভিযোগ তোলা হয়েছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের দাবি, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে ওই বিজেপি ক্রমীর।

খুনের বিচার হবে

খুনের বিচার হবে

এব্যাপারে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেছেন, গোকুল জানার পরিবার বিচার পাবে। সেই বিচারের বন্দোবস্ত করা হবে। সায়ন্তন বসু আরও বলেন, ময়নাতদন্ত হয়ে দেহ পরিবারের হাতে না তুলে দেওয়া পর্যন্ত কাঁথি হাসপাতাল ঘিরে রাখুন বিজেপি কর্মীরা। কেননা, তার দেহ নিয়ে পুলিশ চলে যেতে পারে। অন্য কোথাও অন্তেষ্টি করতে পারে তারা।

English summary
BJP worker Gokul Jana is allegedly murdered by trinamool congress goons in East Midnapur's Bhupatinagar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X