For Quick Alerts
For Daily Alerts
পঞ্চায়েত নিয়ে সংঘর্ষ অব্যাহত! মৃত্যু হল এক বিজেপি কর্মীর
পঞ্চায়েত ভোটের প্রাক্কালে সংঘর্ষ অব্যাহত। এবারের ঘটনা পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ির গোয়ালডাঙায়। শনিবার মিছিলে হামলার জেরে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ঘটনায় বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। ঘটনায় কেশিয়াড়ি থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি।

শনিবার বিকেলে কেশিয়াড়িতে বিজেপির মিছিলে হামলা হয়। হামলায় সবমিলিয়ে সাত জন আহত হয়েছিলেন। চারজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মনুয়া হাঁসদা নামে এক বিজেপি কর্মীর অবস্থার অবনতি হওয়ায় কটকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার সকালে সেখানেই মৃত্যু হয় মনুয়া হাঁসদার।