For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরবঙ্গ সফরে অস্বস্তিতে মমতা! কনভয়ের সামনেই উঠল জয় শ্রীরাম ধ্বনি

উত্তরবঙ্গ সফরে অস্বস্তিতে মমতা! কনভয়ের সামনেই উঠল জয় শ্রীরাম ধ্বনি

  • |
Google Oneindia Bengali News

উত্তরবঙ্গ সফরে অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন জলপাইগুড়ির সভা সেরে কোচবিহার শহরে শিবযজ্ঞ মন্দিরে যাওয়ার সময় এক ব্যক্তি কনভয়ের কাছাকাছি গিয়ে জয় শ্রীরাম ধ্বনি দেন। যদিও এব্যাপারে জেলা পুলিশের থেকে এব্যাপারে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 জলপাইগুড়িতে সভা মমতার

জলপাইগুড়িতে সভা মমতার

এদিন দুপুরে জলপাইগুড়িতে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে তিনি অভিযোগ করেন, গেরুয়া শিবির বাংলায় ঘৃণ্য রাজনীতি শুরু করেছে। বিজেপির চাকরির প্রতিশ্রুতি আসলে চিটিংবাজি বলেও মন্তব্য করেন তিনি। বলেন, বাংলা তৃণমূলের দখলেই থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যে সরকার ৩৬৫ দিন কাজ করে, সেই সরকারকে দূরে সরিয়ে ক্ষমতার লোভে যাঁরা অন্য দলে যান, তাঁদের তিনি ক্ষমা করবেন না বলে জানিয়েদেন। তিনি বলেন, রাষ্ট্রপতি শাসন জারি করলে তাঁর (মমতা) ভাল। তিনি সব জায়গায় গিয়ে প্রচার করতে পারবেন। উত্তরবঙ্গে সরকারের কাজের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রীকে আপেক্ষ করতে শোনা যায়, কী অপরাধ করেছেন, যে লোকসভায় একটিও আসন পায়নি তৃণমূল।

কোচবিহারে মমতার কনভয়ের সামনে জয় শ্রীরাম ধনি

কোচবিহারে মমতার কনভয়ের সামনে জয় শ্রীরাম ধনি

এদিন জলপাইগুড়ির সভা সেরে বিকেলেই কোচবিহারে ঢোকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁর কনভয়ের একেবারে পাশে গিয়ে একব্যক্তিকে বারবার জয় শ্রীরাম ধ্বনি দিতে দেখা যায়। এব্যাপারে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা পরীক্ষা করে দেখেনি বেঙ্গলি ওয়ান ইন্ডিয়া। যদিও পিছনে থাকা কোচবিহার জেলা পুলিশের গাড়ির পুলিশ কর্মীরা কিংবা জেলা প্রশাসনের তরফে কোনও কিছুই বলা হয়নি।

 নৈহাটিতে গাড়ি থেকে নেমে পড়েছিলেন মমতা

নৈহাটিতে গাড়ি থেকে নেমে পড়েছিলেন মমতা

গতবছর লোকসভা নির্বাচনের পরে নৈহাটিতে তৃণমূলের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় লক্ষ্য করে বেশ কয়েকজন জয় শ্রীরাম ধ্বনি দেয়। সেই ধ্বনি শুনেই গাড়ি থেকে নেমে তেড়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্লোগানকারীদের উদ্দেশে বলেছিলেন, গুণ্ডামি, মস্তানি হবে না, বেঁচে আছো আমাদের জন্য। কোনও দাদা, মস্তান বাঁচাতে পারবে না। খাচ্ছো, দাচ্ছো জমিদারি করছ, চামড়া গুটিয়ে দেব। এরপর তিনি পুলিশকে নির্দেশ দিয়ে বলেছিলেন, যারা এসব করেছে তাঁদের নাম নাও, বাড়ির ঠিকানা নাও, নাকা তল্লাশি করা হবে, এতো বড় সাহস, গাড়ির মধ্যে হামলা! যা নিয়ে বিজেপির তরফে ব্যাপক সমালোচনা করা হয়েছিল।

কাঁচড়াপাড়ায় উঠেছিল একই স্লোগান

কাঁচড়াপাড়ায় উঠেছিল একই স্লোগান

গত বছরেই জুন মাসে কাঁচড়াপাড়ায় সাংগঠনিক সভা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে জয় শ্রীরাম ধ্বনি উঠেছিল। তবে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে এনিয়ে কোনও প্রতিক্রিয়া করতে দেখা যায়নি। তবে তৃণমূলের পোস্টার ছিঁড়ে জয় শ্রীরাম লেখা পোস্টার এবং বিজেপির কাটআউটে এলাকা মুড়ে ফেলা হয়েছিল। যা দেখে মুখ্যমন্ত্রী পুলিশকে তিনদিনের মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করতে নির্দেশ দিয়েছিলেন।

উত্তরবঙ্গে পৌঁছেই গুরুংদের কড়া বার্তা মমতার, কী বললেন তৃণমূল কংগ্রেস নেত্রীউত্তরবঙ্গে পৌঁছেই গুরুংদের কড়া বার্তা মমতার, কী বললেন তৃণমূল কংগ্রেস নেত্রী

English summary
BJP worker chants jai shri ram in front of mamata banerjee's convoy in coochbihar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X