For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের গাছে ঝুলন্ত অবস্থায় বিজেপি কর্মীর দেহ! ন্যায়বিচারের দাবিতে সোমবার কল্যাণী বনধের ডাক

ফের গাছে ঝুলন্ত অবস্থায় বিজেপি কর্মীর দেহ! ন্যায়বিচারের দাবিতে সোমবার ১২ ঘন্টায় কল্যাণী বন্ধের ডাক

  • |
Google Oneindia Bengali News

রাজ্যে ফের বিজেপি (bjp) কর্মী হত্যার অভিযোগ। এদিন সকালে নদিয়ার গয়েশপুরে আমবাগানে গাছে ঝোলানো অবস্থায় বিজয় শীল (Bijay Seal) নামে বিজেপি কর্মীর দেহ (body) উদ্ধার করা হয়। তার পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তোলা হলেও, শাসকদল অভিযোগ অস্বীকার করেছে।

গয়েশ পুশে গাছে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার

গয়েশ পুশে গাছে ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার

এদিন সকালে গয়েশপুরের এক আমবাগানে গাছে ঝুলন্ত অবস্থায় বিজয় শীল নামে বছর ৩৪-এর এক যুবকের দেহ উদ্ধার করা হয়। বিজেপির তরফে এই যুবককে তাদের দলের কর্মী বলে দাবি করা হয়েছে। তাঁকে মেরে ঝুলিয়ে দেওয়ারও অভিযোগ করা হয়েছে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে তৃণমূলের তরফে এই অভিযোগ অস্বীকার করে দাবি করা হয়েছে এই যুবক তাদের দলের সমর্থক ছিলেন।

 সকালেই ঘটনাস্থলে শুভ্রাংশু রায়

সকালেই ঘটনাস্থলে শুভ্রাংশু রায়

খবর পাওয়ার পরে এদিন সকালে বিজেপি নেতা শুভ্রাংশু রায় ঘটনাস্থলে যান। পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি ময়নাতদন্তের ভিডিওগ্রাফির দাবি করেছেন তিনি।

পরিবারের দাবি খুন

পরিবারের দাবি খুন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থায় কাজ করতেন বিজয়। তাঁকে এর আগে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে। পরিবারের আরও দাবি বিজয় আত্মহত্যা করতে পারে না। তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে পরিবার সূত্রে যুবকের রাজনৈতিক পরিচয় সম্পর্কে স্পষ্ট কিছু জানা যায়নি।

 সোশ্যাল মিডিয়ায় সরব বিজেপি

সোশ্যাল মিডিয়ায় সরব বিজেপি

এদিন এই মৃত্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিজেপি নেতানেত্রীরা। টুইটার ফেসবুকে সরব হয়েছেন, অমিত মালব্য, শমিক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায়রা।

গাছেই ঝোলানো হচ্ছে বিজেপি কর্মীদের দেহ

গাছেই ঝোলানো হচ্ছে বিজেপি কর্মীদের দেহ

দশমীতে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের একনিষ্ঠ বিজেপি কর্মী বাচ্চু বেরার দেহ উদ্ধার করা হয়েছিল গাছে ঝোলানো অবস্থায়। গলায় গামছা দেওয়া অবস্থায় দেহ পাওয়া গেলেও, কোমর থেকে পা পর্যন্ত মাটির সঙ্গেই লেগে ছিল। ২০১৯-এ দাঁতনে গাছে ঝুলন্ত অবস্থায় বিজেপি কর্মী বর্ষা হাঁসদার দেহ উদ্ধার করা হয়েছিল।
এর আগে দেখা গিয়েছে জঙ্গলমহল হোক কিংবা আরামবাগ সর্বত্রই গাছে ঝুলন্ত অবস্থা বিজেপি কর্মীর দেহ উদ্ধার করা হয়েছিল। ১৩ সেপ্টেম্বর আরামবাগের গোঘাটে সক্রিয় বিজেপি কর্মী গণেশ রায়কে গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল।
গত বছরের অগাস্টে পশ্চিম মেদিনীপুরের পিংলার নারেঙ্গা দিঘি গ্রামে গাছে ঝোলানো অবস্থায় উদ্ধার করা হয়েছিল বিজেপি কর্মীর দেহ। গত লোকসভা নির্বাচনের আগে অর্থাৎ ২০১৯-এর এপ্রিলের তৃতীয় সপ্তাহে পুরুলিয়ার আড়শার সেনাবোনা গ্রামে গাছে ঝুলে থাকা অবস্থায় উদ্ধার করা হয়েছিল বিজেপি কর্মী শিশুপাল সহিসের দেহ।

তৃণমূল ছেড়ে বিজেপিতে, না বিজেপি ছেড়ে তৃণমূলে! সোশ্যাল মিডিয়ার প্রচারে জল্পনাতৃণমূল ছেড়ে বিজেপিতে, না বিজেপি ছেড়ে তৃণমূলে! সোশ্যাল মিডিয়ার প্রচারে জল্পনা

English summary
BJP worker Bijay Seal's body recovers from tree at Gayeshpur in Nadia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X