For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুনর্নির্বাচনে বদলে গেল চিত্র, এগিয়ে থাকা তৃণমূল প্রার্থীকে হারিয়ে রাজগঞ্জে জয়ী বিজেপি

নির্বাচনের পর ভোট গণনায় এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী। গণনার দিন ব্যালট ছিনতাইয়ে ঘটনায় পুনর্নিবাচন হওয়ার পরই বদলে গেল চিত্র।

Google Oneindia Bengali News

নির্বাচনের পর ভোট গণনায় এগিয়ে ছিলেন তৃণমূল প্রার্থী। গণনার দিন ব্যালট ছিনতাইয়ে ঘটনায় পুনর্নিবাচন হওয়ার পরই বদলে গেল চিত্র। পুনর্নির্বাচনে জয়ী হলেন বিজেপি প্রার্থী। জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পুনর্নির্বাচনে তৃণমূল প্রার্থী সুপ্রিয়া বিশ্বাসকে হারিয়ে দিলেন বিজেপি প্রার্থী ডলি সুত্রধর।

পুনর্নির্বাচনে বদলে গেল চিত্র, এগিয়ে থাকা তৃণমূল প্রার্থীকে হারিয়ে রাজগঞ্জে জয়ী বিজেপি

তৃণমূল প্রার্থীকে ২১৬ ভোটে হারিয়ে শেষ হাসি হাসলেন বিজেপি প্রার্থী। রবিবার ফুলবাড়ির এক নম্বর ব্লকের ১৮৯/১ ও ১৮৯/২ ভোটে পুনর্নিবাচন হয়। সোমবার ফল ঘোষণা হতেই বিজেপি প্রার্থীর মুখে চওড়া হল হাসি। বিজেপির এই জয়ে কার্যত প্রমাণ হয়ে গেল হার অবধারিত জেনেই ব্যালট পেপার ছিনতাই করা হয়।

[আরও পড়ুন:কর্ণাটকে এবার দুজন উপমুখ্যমন্ত্রী! কারা কারা হবেন, বিস্তারিত জেনে নিন][আরও পড়ুন:কর্ণাটকে এবার দুজন উপমুখ্যমন্ত্রী! কারা কারা হবেন, বিস্তারিত জেনে নিন]

গণনার দিন ফুলবাড়ি একনম্বর গ্রাম পঞ্চায়েত থেকে ব্যালট পেপার ছিনতাই হয়েছিল। ব্যালট পেপার ছিনতাই করে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তারই জেরে নির্বাচন কমিশন পুনরায় নির্বাচনের নির্দেশ দিয়েছিল এই কেন্দ্রে। সেইমতো ভোট হয়। কড়া নিরাপত্তায় ভোট গ্রহণের পর এদিন ফল প্রকাশ হয়।

এই বুথে মোট ভোটার ছিল ১ হাজার ৮৪২। ভোট পড়ে ১ হাজার ৫৩৩। তৃণমূল কংগ্রেস প্রার্থীর থেকে ২১৬ ভোট বেশি পান বিজেপির প্রার্থী। এবার তুলনায় ৭৫টি ভোট কম পড়ে পুনর্নির্বাচনে। এবার ভোটের পরও তৃণমূল প্রার্থী জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন। তিনিই এগিয়ে ছিলেন গণনার দিন। তবে এক্ষেত্রে শেষরক্ষা হল না। বিজেপি প্রার্থীর কাছে হার মানলেন তৃণমূল প্রার্থী।

এদিন রাজগঞ্জের বিডিও অফিসে ভোটগণনা হয়। গণনা শেষে জয় পান বিজেপি প্রার্থী ডলি সূত্রধর। এই জয় পেয়ে উচ্ছ্বসিত বিজেপি। বিজেপি নেতৃত্ব মনে করছে, সুষ্ঠু-অবাধ ভোট হলে বেশিরভাগ বুথেই এমন চিত্র হবে। প্রশাসনকে ধন্যবাদ, এই বুথে পুনর্নির্বাচনে মানুষের ভোটদানের অধিকার সুনিশ্চিত করেছে। তার ফলেই পরাজয় ঘটেছে তৃণমূলের। বিজেপি জলপাইগুড়ির রাজগঞ্জের এই জয়কে তৃণমূলের ভোট-সন্ত্রাসের বিরুদ্ধে হাতিয়ার করছে। বিজেপির রাজ্য নেতৃত্বের দাবি, এমন বহু বুথ আছে, যেখানে বিজেপি জয়ী হল, তৃণমূল জোর করে নিজেদের প্রার্থীকে জয়ী ঘোষণা করতে বাধ্য করেছে। এখানেও সেই চেষ্টা হয়েছিল।

[আরও পড়ুন: আদিবাসীদের অবরোধে বিপর্যস্ত পরিষেবা, স্টেশনে স্টেশনে 'রেল রোকো'য় নাকাল যাত্রীরা][আরও পড়ুন: আদিবাসীদের অবরোধে বিপর্যস্ত পরিষেবা, স্টেশনে স্টেশনে 'রেল রোকো'য় নাকাল যাত্রীরা]

English summary
BJP wins in Fulbari panchayat re-election at Jalpaiguri. BJP’s Dali Sutradhar defeats TMC’s Supriya Biswas,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X