For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদিবাসী ভোট কব্জা করে শেষ হাসি হাসবে বিজেপি, চুলচেরা বিশ্লেষণে দাবি নেতৃত্বের

আদিবাসী ভোট কব্জা করে শেষ হাসি হাসবে বিজেপি, চুলচেরা বিশ্লেষণে দাবি নেতৃত্বের

Google Oneindia Bengali News

২০১৯-এর লোকসভা ভোটে মালদহ উত্তরে পদ্ম ফুটিয়ে আশার আলো দেখিয়েছিলেন সাংসদ খগেন মুর্মু। এবারও মালদহ জেলায় ভালো ফল করার জন্য মুখিয়ে রয়েছে বিজেপি। বিজেপি আশাবাদী, মালদদ জেলায় তারা ভালো ফল করবে। বিশেষ করে উত্তর মালদহে তারা পদ্ম ফোটাবেই। আদিবাসী ভোটে ভর করেই শেষ হাসি হাসবে বিজেপি।

আদিবাসী ভোটে আধিপত্য বিজেপির!

আদিবাসী ভোটে আধিপত্য বিজেপির!

মালদহ একটা সময় কংগ্রেসের দুর্গ ছিল। ২০১৯-এর আগে পর্যন্তও কংগ্রেসের ভিত এখানে মজবুতই ছিল। শুভেন্দু অধিকারী তৃণমূলের হয়ে গণি খানের জেলায় থাবা বসানোর পর এখন আবার ঘাঁটি গেড়েছে পদ্ম। ২০১৯ লোকসভায় উত্তর মালদহের আদিবাসী ভোটের দৌলতে বাম-ত্যাগী খগেন মুর্মু পদ্ম ফোটাতে সক্ষম হয়েছেন।

বামেরা দখল হারিয়েছে আদিবাসী ভোটে

বামেরা দখল হারিয়েছে আদিবাসী ভোটে

সপ্তম দফায় সোমবার মালদহের ৬টি বিধানসভা কেন্দ্রে ভোট হচ্ছে। এই ৬টি কেন্দ্রে আদিবাসী ভোট বড় ফ্যাক্টর। এক সময়ে বাম ও কংগ্রেসের দখল ছিল এই ভোটে। কিন্তু বর্তমানে বামেরা দখল একেবারেই হারিয়ে ফেলেছে। কংগ্রেসও তাঁদের ভোটব্যাঙ্ক ধরে রাখতে ব্যর্থ হয়েছে। তাদের জায়গা নিয়েছে বিজেপি।

আদিবাসী ভোট বিজেপির বাক্সেই ঢুকবে

আদিবাসী ভোট বিজেপির বাক্সেই ঢুকবে

মালদহ জেলায় একটা সময়ে লড়াই ছিল কংগ্রেসের সঙ্গে বামেদের। এখন তাঁরা বন্ধু হলেও বিজেপি শক্তি বাড়িয়ে কঠিন প্রতিপক্ষ হয়ে উঠেছে। তৃণমূল আর বিজেপি এখন মালদহে ঢুকে বাম-কংগ্রেসের পায়ের তলার মাটি কেড়ে নিয়েছে। এই জেলায় মূলত লড়াই ত্রিমুখী। বিজেপির দাবি, মালদহের আদিবাসী ভোট এবার বিজেপির বাক্সেই ঢুকবে।

আদিবাসী ভোট নিয়ে বিশ্লেষণে বিজেপি

আদিবাসী ভোট নিয়ে বিশ্লেষণে বিজেপি

তাই তৃণমূল ও বাম-কংগ্রেসকে হারিয়ে মালদহে বিজেপি তাঁদের জয় ধরে রাখতে পারবে বলে মনে করছে। বিজেপির লক্ষ ৬টি কেন্দ্রেই পদ্ম ফোটানো। চুলচেরা বিশ্লেষণে বিজেপি নেতৃত্বের দাবি, হবিবপুরে ৩৯ শতাংশ, গাজোলে ২১ শতাংশ আদিবাসী ভোট রয়েছে। চাঁচোল, মালতিপুর, হরিশ্চন্দ্রপুর ও রতুয়াতে আদিবাসী ভোট এত সংখ্যক না থাকলেও বড় ফ্যাক্টর। বামেদের দখলে থাকা এই ভোটই মালদহে পদ্ম ফোটাবে বলে বিশ্বাস।

English summary
BJP will win in Malda’s six seats with tribal vote in Bengal Assembly Election 2021
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X