For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উপনির্বাচনে সব কেন্দ্রে জিতবে বিজেপি, হুঙ্কার দিলীপের

তৃণমূল কংগ্রেসের লোকজন ছোটলোক, তাদের ছোটো মন। তাই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এলাকার ক্ষতি দেখতে গেলে তাকে বাঁধা দেওয়া হয়, কালো পতাকা দেখানো হয়।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেসের লোকজন ছোটলোক, তাদের ছোটো মন। তাই কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এলাকার ক্ষতি দেখতে গেলে তাকে বাঁধা দেওয়া হয়, কালো পতাকা দেখানো হয়। বুধবার নামখানা এলাকায় বাবুল সুপ্রিয়কে কালো পতাকা দেখানোর ঘটনা নিয়ে এই ভাষায় তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার খড়্গপুরে তিনি এই কথা বলেন।

উপনির্বাচনে সব কেন্দ্রে জিতবে বিজেপি, হুঙ্কার দিলীপের

গতকাল বসিরহাটে গিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে ত্রাণ বিলি করা নিয়ে যেন কোনো রাজনীতি করা না হয়, রাজনৈতিক রঙ দেখা না হয়।

এদিন প্রেম চাঁদ ঝার হয়ে প্রচারে এসে দিলীপ ঘোষ বলেন, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে কালো পতাকা দেখানো হয়েছে। ত্রাণ বিলি কী বাপের সম্পত্তি না কি? কে ত্রাণ দেবে, ত্রাণ পাবে উনারা ঠিক করে দেবেন না কি? মুখ্যমন্ত্রী মানুষকে কষ্ট দিতে গেছেন। মানুষের অধিকার লুট করছেন। কেন্দ্রের টাকা আসছে। তা লুট করা হচ্ছে। মানুষের এই কষ্টের সময় জল নেই, খাবার নেই, থাকার জায়গা নেই। যদি কেন্দ্র সরকার লোক পাঠায় তাহলে আপনি ঘেরাও করবেন? কী রকম ছোটলোক হলে, ছোট মন হলে এমন কাজ করতে পারে! এদের পতন নিশ্চিত।"

তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রদীপ সরকার খড়্গপুর বিধানসভা উপ নির্বাচনের লড়াই করলেও দলের সেনাপতি শুভেন্দু অধিকারী। তিনি এই এলাকায় প্রার্থীর প্রচার করতে এসে বলেছেন যে তিনিই উন্নয়নের গ্যারান্টি দিচ্ছেন। শুভেন্দু অধিকারীকেও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ।

তিনি বলেন যে জঙ্গলমহলে, মালদা ও উত্তরবঙ্গের লোকজন লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে শুভেন্দু অধিকারী র নাকে ঝামা ঘষে দিয়েছে। এই সব এলাকায় শুভেন্দু অধিকারী দলকে জেতাতে গিয়েছিলেন। খালি হাতে ফিরে এলেন। খড়্গপুর, করিমপুর ও কালিয়াগঞ্জ তিন কেন্দ্রেই বিজেপি জিতবে। শুভেন্দু অধিকারী এবারেও খালি হাতে ফিরে যাবেন।

English summary
BJP will win all three seats in Bengal bypoll
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X