For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বঙ্গ বিজেপির ভরসা নেই সোশ্যাল মিডিয়ায়! ‘আপনার রায়’ জানতে এবার ঘরে ঘরে প্রচার

সোশ্যাল মিডিয়ায় ভরসা নেই বিজেপির! ‘আপনার রায়’ জানতে এবার ঘরে ঘরে প্রচার

Google Oneindia Bengali News

জনতার রায় নিতে আসন্ন ভোটের আগেই ঘরে ঘরে পৌঁছে যাবেন বিজেপি নেতারা। শুধু সোশ্যাল মিডিয়ার উপর আর ভরসা রাখতে পারছে না বিজেপি। তাই পুরুলিয়ায় এক বৈঠকের পর নতুন কর্মসূচির ঘোষণা করে ফর্ম নিয়ে ঘরে ঘরে যাবেন বিজেপি নেতারা। এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জেলা বিজেপির পক্ষ থেকে।

‘আপনার রায়’-এ জানান আপনার মত

‘আপনার রায়’-এ জানান আপনার মত

বিজেপি সূত্রে দাবি করা হচ্ছে, আমরা পুরবোর্ডে কীভাবে কাজ করব, কীভাবে উন্নয়ন করব, তা ঠিক করবেন জনতাই। তাই আমরা জনতার মত নিতে যাব বাড়ি বাড়ি। আসলে আমরা কিছুই চাপিয়ে দিতে চাই না। মানুষের কথা মেনে কাজ করতে চাই। তাই মানুষের মত জানতেই ‘আপনার রায়' ফর্ম পূরণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

‘আপনার রায়’ ফর্মে কী কী থাকছে

‘আপনার রায়’ ফর্মে কী কী থাকছে

‘আপনার রায়' শীর্ষক ওই ফর্মে থাকবে, নাম, ওয়ার্ড, মোবাইল নম্বর, পাঁচ দাবি লেখার জায়গা। তা পূরণ করে দিতে হবে। এই মশন সফল করতে বিজেপি ঝাঁপিয়ে পড়ছে। শুধু বাড়ি বাড়ি ঘুরে প্রচারই নয়, ফেসবুকেও তুলে ধরা হবে এই কর্মসূচি। মোট কথা, সব মাধ্যম প্রয়োগ করেই মানুষের কাছে পৌঁছতে চাইছে বিজেপি।

আসলে মত নিয়েই মতদানের যুদ্ধে নামতে চলেছে বিজেপি

আসলে মত নিয়েই মতদানের যুদ্ধে নামতে চলেছে বিজেপি

আসলে মত নিয়েই মতদানের যুদ্ধে নামতে চলেছে বিজেপি। জনতার ইস্তাহারেই পুরুলিয়া ভোট চাইছে বিজেপি নেতৃত্ব। পুরভোটের আগে তাই স্লোগানও তৈরি হয়ে গিয়েচে। পুরুলিয়া বিজেপির নয়া স্লোগান ‘আগে মত, তারপর মতদান'। ‘আপনার রায়' শিরোনামে ফর্ম নিয়ে ‘আগে মত, তারপর মতদান' স্লোগানেই বাড়ি বাড়ি যাবেন বিজেপি কর্মীরা।

বিজেপি শুরু করছে ‘মিশন ১২ প্লাস’

বিজেপি শুরু করছে ‘মিশন ১২ প্লাস’

পুরুলিয়া পুরসভা এলাকায় বিজেপি শুরু করছে ‘মিশন ১২ প্লাস' কর্মসূচি। এই কর্মসূচিতেই বিজেপি ওই ফর্ম পূরণ করাবে। বিজেপি জানতে চাইবে, পুর পরিষেবা আর কী কী প্রত্যাশা। সেই প্রত্যাশা মেনেই ইস্তাহার তৈরি করবে বিজেপি। প্রকৃত অর্থে এই প্রচারের মাধ্যমে জনসংযোগ ঘটানোই মূল লক্ষ্য বিজেপির।

বিজেপি জেলা সভাপতি ‘মিশন ১২ প্লাস’ প্রসঙ্গে

বিজেপি জেলা সভাপতি ‘মিশন ১২ প্লাস’ প্রসঙ্গে

বিজেপি জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী ‘মিশন ১২ প্লাস' প্রসঙ্গে জানান, পুরুলিয়া পুরসভায় মোট ওয়ার্ড সংখ্যা ২৩। তাই পুরসভার দখল নিতে ম্যাজিক ফিগার ১২। ১২টি ওয়ার্ডে জয়ের নিশানায় ঝাঁপিয়ে পড়তেই নয়া কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। মানুষের মত নিয়ে মতদানের ইস্তাহার তৈরি করবে বিজেপি।

English summary
BJP will go to home to home campaign with ‘Apnar ray’ form before municipal election. BJP will continue campaign for public relation leaving only social media campaign in Purulia,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X