For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলে 'ব্রাত্য' প্রাক্তন ২ মন্ত্রী! বিজেপিতে স্বাগত, বললেন মুকুল

তৃণমূলে ব্রাত্য থাকা দুই প্রাক্তনমন্ত্রীকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন বিজেপি নেতা মুকুল রায়। সূত্রের খবর অনুযায়ী, এই দুই নেতাই মালদহের। তাঁরা হলেন, সাবিত্রী মিত্র এবং কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী।

  • |
Google Oneindia Bengali News

তৃণমূলে ব্রাত্য থাকা দুই প্রাক্তনমন্ত্রীকে বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানালেন বিজেপি নেতা মুকুল রায়। সূত্রের খবর অনুযায়ী, এই দুই নেতাই মালদহের। তাঁরা হলেন, সাবিত্রী মিত্র এবং কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। এসম্পর্কে সাবিত্রী মিত্রের কোনও প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী জানিয়েছেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ সৈনিক।

মালদহে মুকুল রায়

মালদহে মুকুল রায়

দলের কাজেই মালদা গিয়েছিলেন বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুকুল রায়। জানা গিয়েছে, সেখানেই তিনি বলেন, দুই নেতা তৃণমূলের কাছে ব্রাত্য হলেও, বিজেপির কাছে নন।

আবেদন করলে বিবেচনা

আবেদন করলে বিবেচনা

সূত্রের খবর অনুযায়ী মুকুল রায় বলেছেন যদি এই দুজন বিজেপিতে যোগ দেওয়ার আবেদন করেন, তাহলে তা বিবেচনা করা হবে।

দুজনের এক ট্রেনে যাওয়া নিয়ে জল্পনা

দুজনের এক ট্রেনে যাওয়া নিয়ে জল্পনা

মুকুল রায়ের মালদহে যাওয়ার সময় একই কামরায় ছিলেন মুকুল রায় এবং কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। এই ঘটনাতেও গুজব ছড়ায়, দুই নেতা ট্রেনেই নানা বিষয়ে আলোচনা সেরেছেন। যদিও সেই ঘটনার কথা অস্বীকার করেছেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। তিনি বলেছেন এক কামরায় থাকলেও, তাঁরা ছিলেন আলাদা আসনে। নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক বলে দাবি করেছেন কৃষ্ণেন্দু।

এর আগেও প্রাক্তনমন্ত্রী যোগ দিয়েছেন বিজেপিতে

এর আগেও প্রাক্তনমন্ত্রী যোগ দিয়েছেন বিজেপিতে

কংগ্রেস থেকে তৃণমূলে গিয়ে মন্ত্রী হয়েছিলেন বেলেডাঙার হুমায়ূন কবীর। পরে কংগ্রেসে ফিরে আসেন। পরে সেই হুমায়ুন কবীর যোগ বিজেপিতে।

English summary
BJP will consider two ex ministers application of joining, Mukul Roy said in Maldah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X