For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রিমঝিম-রূপাঞ্জনা হেনস্থা ইস্যুতে ওসির পদত্যাগের দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি

নদিয়ার করিমপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয় প্রকাশ মজুমদারের হয়ে প্রচারে গিয়ে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ও রিমঝিম মিত্রর হেনস্থার ঘটনায় থানারপাড়া থানার ওসির অপসারণ দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্

  • By Aveek Banerjee
  • |
Google Oneindia Bengali News

নদিয়ার করিমপুর উপনির্বাচনে বিজেপি প্রার্থী জয় প্রকাশ মজুমদারের হয়ে প্রচারে গিয়ে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ও রিমঝিম মিত্রর হেনস্থার ঘটনায় থানারপাড়া থানার ওসির অপসারণ দাবি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি।

রিমঝিম-রূপাঞ্জনা হেনস্থা ইস্যুতে ওসির পদত্যাগের দাবিতে নির্বাচন কমিশনে বিজেপি

নদীয়ার করিমপুর বিধানসভা কেন্দ্রের থানারপাড়া থানা এলাকায় দোগাছি এলাকার সবজির হাট ও তিলির পাড়া এলাকায় মঙ্গলবার রাতে বিজেপি প্রার্থির সমর্থনে একটি কর্মীসভা ছিল।

অভিযোগ, সেখানে বিজেপির প্রার্থী জয় প্রকাশ মজুমদারের সমর্থনে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র ও রিমঝিম মিত্র উপস্থিত ছিলেন। অভিযোগ,সভা চলাকালীন বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর এসে প্রার্থী ও থানারপাড়া থানার পুলিশের সামনেই ওই দুই অভিনেত্রীর সঙ্গে ধাক্কাধাক্কি এবং অশালীন আচরণ করে।

ওই দুই অভিনেত্রীর শ্লীলতাহানিও করাহয় বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাতেই থানারপাড়া থানায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।

বিজেপির অভিযোগ,থানারপাড়া থানার ওসি তৃণমূল কংগ্রেসের কর্মীর মতন আচরণ করছে ও মানুষকে ভয় দেখাচ্ছে। এই ঘটনায় মঙ্গলবার রাতেই নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি।

English summary
BJP want resignation of police in Rimjhim assault case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X