For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়া নিয়ে উত্তপ্ত ডায়মন্ড হারবার

ডায়মন্ড হারবারে রবিবার মধ্যরাতে বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়া নিয়ে এলাকা উত্তপ্ত হয়ে উঠল।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

ডায়মন্ড হারবারে রবিবার মধ্যরাতে বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়া নিয়ে এলাকা উত্তপ্ত হয়ে উঠল। স্থানীয় ৯ এবং ১০ নম্বর ওয়ার্ডে বিজেপির লেখা সমস্ত দেওয়াল কাদা ও গোবর লেপে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযোগের তির তৃণমূলের দুষ্কৃতী বাহিনীর দিকে।

বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়া নিয়ে উত্তপ্ত ডায়মন্ড হারবার

শুধু তাই নয়, অভিযোগ, এরপর অস্ত্র নিয়ে প্রায় দেড়শো জন দুষ্কৃতী গিয়ে আক্রমণ করে বিজেপির টাউন সভাপতি দেবাংশু পান্ডার বাড়ি। একইসঙ্গে উল্টোদিকে বিজেপি পার্টি অফিসের গেটে লাথি মেরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, ভাঙচুর করে।

বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়া নিয়ে উত্তপ্ত ডায়মন্ড হারবার

[আরও পড়ুন: বিজেপিকে তৃণমূলের ওয়াকওভারের অভিযোগ! কটি আসনে, জানালেন বিমান বসু][আরও পড়ুন: বিজেপিকে তৃণমূলের ওয়াকওভারের অভিযোগ! কটি আসনে, জানালেন বিমান বসু]

প্রসঙ্গত স্থানীয় তৃণমূল নেতা রাজর্ষি দাসের নেতৃত্বে ৯ নম্বর ওয়ার্ডে অনেক রাত অবধি বৈঠক চলেছে বলে খবর। সেখানেই গোলমালের ছক কষা হতে পারে বলে অভিযোগ। সেটাই রবিবার রাতে ডায়মন্ড হারবার থানার আইসিকে জানান দেবাংশু পান্ডা।

বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়া নিয়ে উত্তপ্ত ডায়মন্ড হারবার

বিজেপির দেওয়াল লিখন মুছে দেওয়া নিয়ে উত্তপ্ত ডায়মন্ড হারবার

বিজেপির অভিযোগ, পুলিশের তরফে মুখে আশ্বস্ত করলেও আদৌও কোনও সুরক্ষার ব্যবস্থা করা হয়নি। যদিও থানা থেকে কয়েক পা দূরেই দেবাংশু পান্ডার বাড়ি ও অফিস।

সেখানে এমন ঘটনা ঘটায় এলাকায় পুলিশের সহযোগিতায় পুরো 'গট-আপ গেম' চলছে বলে বিজেপি অভিযোগ করেছে।

[আরও পড়ুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুৎসিত ভাষায় আক্রমণ এনসিপি নেতা মাজিদের][আরও পড়ুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কুৎসিত ভাষায় আক্রমণ এনসিপি নেতা মাজিদের]

English summary
BJP wall campaign for Lok Sabha Elections 2019 distorted in Diamond Harbour
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X