For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল না করলে পরিষেবা নয়, নতুন বছরে নতুন বাংলা গড়ার ‘পরামর্শ’ দিলীপের

তৃণমূল না করলে পরিষেবা নয়, নতুন বছরে নতুন বাংলা গড়ার ‘পরামর্শ’ দিলীপের

Google Oneindia Bengali News

পুরনো বছরের সব মলিনতা দূর করে নতুন বছরকে বরণ করে নেওয়ার দিনেই তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়লেন না বিদেপির সর্বভারতীয় সহ সভাপতি। রবিবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ বলেন, পশ্চিমবঙ্গ এবার নতুন বাংলা হয়ে উঠুক।

নতুন বছরে পশ্চিমবঙ্গ যেন নতুন বাংলা হয়ে উঠতে পারে

নতুন বছরে পশ্চিমবঙ্গ যেন নতুন বাংলা হয়ে উঠতে পারে

প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ এদিন সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ২০২৩ সবার জন্য ভালো কাটুক। নতুন আশায় নতুন উদ্দীপনায় আমরা যেন মেতে উঠতে পারি। এর পাশাপাশি তিনি বলেন, নতুন বছরে পশ্চিমবঙ্গ যেন নতুন বাংলা হয়ে উঠতে পারে, এই কামনা করি।

তৃণমূল নামেই বার্তা দেবে পার্টির লোকের জন্য

তৃণমূল নামেই বার্তা দেবে পার্টির লোকের জন্য

তাঁর এই বার্তাতেই প্রচ্ছন্নভাবে লুকিয়ে রয়েছে তৃণমূলের প্রতি কটাক্ষ। তৃণমূলের শাসনামলে বাংলা যে ভালো নেই, তা এদিন বুঝিয়ে দেন দিলীপ ঘোষ। তিনি তৃণমূলের ২৫তম প্রতিষ্ঠা দিবস নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি। তিনি বলেন, এখন তৃণমূল বার্তা দেবেন পার্টির লোকের জন্য।

বাংলার মানুষের জন্য কাজ করুন, বার্তা দিলীপের

বাংলার মানুষের জন্য কাজ করুন, বার্তা দিলীপের

দিলীপ ঘোষের কথায়, তৃণমূল এখন দলের কর্মীদের উদ্দেশে বলবে ঝগড়াঝাটি করবেন না। একসাথে চলতে হবে। কাটমানি নেওয়া বন্ধ করুন, বাংলার মানুষের জন্য কাজ করুন। কিন্তু এ বার্তা তো সারাবছরই দিচ্ছেন তৃণমূল নেত্রী। সবসময় এই বার্তা দেওয়া হলেও তার কতটুকু বাস্তবায়িত হয়?

বাংলার জন্য তাঁর চাওয়া ব্যক্ত করলেন দিলীপ ঘোষ

বাংলার জন্য তাঁর চাওয়া ব্যক্ত করলেন দিলীপ ঘোষ

এরপর দিলীপ ঘোষ বলেন, তৃণমূল কংগ্রেসের বন্ধুদের তাদের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই নতুন বছরের সত্যি সত্যি বাংলার মাটিতে যাতে উন্নয়নমূলক নতুন কিছু হয়, তার জন্য আবেদন করব। তৃণমূলকে কটাক্ষ করলেও তিনি শুভেচ্ছা জানাতে ভুললেন না। সবাইকে শুভেচ্ছার পাশাপাশি বাংলার জন্য তাঁর চাওয়া ব্যক্ত করলেন দিলীপ ঘোষ।

তৃণমূলকে আবাস যোজনা-জলের কানেকশন নিয়ে খোঁটা

তৃণমূলকে আবাস যোজনা-জলের কানেকশন নিয়ে খোঁটা

এদিন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ আরও বলেন, নদিয়ায় জলের কানেকশন এবং আবাস যোজনার বাড়ি নিতে গেলে কাটমানি দিতে হবে এবং তৃণমূল করতে হবে বলে বার্তা দেওয়া হচ্ছে। বছরের শেষ দিনে এক অনুষ্ঠানে জলপাইগুড়ি তৃণমূলের জেলা সভানেত্রীও সেই বার্তা দিয়েছেন। এদিন তৃণমূলকে এই মর্মে বেঁধেন দিলীপ ঘোষ।

হয় তৃণমূল করতে হবে, নাহলে কোন সুবিধা নয়

হয় তৃণমূল করতে হবে, নাহলে কোন সুবিধা নয়

তিনি বলেন, সরকারি কোনও কাজ কোনও পরিষেবা পেতে হলে বিনা পয়সার হবে না। জল হোক বা বাড়ি, কিংবা অন্যান্য যেকোনও সুবিধা টাকা না দিলে হবে না। সাধারণ মানুষ ভুক্তভোগী হয়ে প্রকাশ্যে বলতে শুরু করেছেন এখন। সেইজন্যই আপনি যান গ্রামে গ্রামে ঘুরুন, কোথাও নতুন বাড়ি পাবেন না। অন্য রাজ্যে যান, সেখানে গ্রামে গ্রামে নতুন বাড়ি দেখতে পাবেন। এই রাজ্যে হয় তৃণমূল করতে হবে, নাহলে কোন সুবিধা পাওয়া যাবে না।

মতুয়া ভোট টানতে নাগরিকত্ব আইনকেই হাতিয়ার বিজেপির, কিন্তু 'ভবি’ ভুলবে কি?মতুয়া ভোট টানতে নাগরিকত্ব আইনকেই হাতিয়ার বিজেপির, কিন্তু 'ভবি’ ভুলবে কি?

English summary
BJP vice president Dilip Ghosh gives advice to TMC to build new Bengal in New Year West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X