For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুরভোট পিছিয়ে দেওয়ার আর্জি বিজেপির! নির্বাচন কমিশনে হাতিয়ার হবে করোনা ভাইরাস

করোনা আতঙ্কের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জমায়েতেও। তাহলে কী করে পুরসভা ভোট হবে।

Google Oneindia Bengali News

করোনা আতঙ্কের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জমায়েতেও। তাহলে কী করে পুরসভা ভোট হবে। করোনা আতঙ্কের পরিবেশে যাতে পুরভোট না করে পিছিয়ে দেওয়া হয়, সেই দাবি তুলবে বিজেপি। সোমবার সর্বদলীয় বৈঠকে নির্বাচন কমিশনে জানানো হবে আর্জি।

পুরভোট পিছিয়ে দেওয়ার আর্জি বিজেপির! নির্বাচন কমিশনে হাতিয়ার হবে করোনা ভাইরাস

বিজেপি এই পরিস্থিতিতে কী করে ভোট সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। প্রচার বিহীন ভোটও যদি হয়, ভোটের লাইনে ভোটাররা এক জায়গায় জমায়েত হবেন কীভাবে। ভোটকর্মীরাও এক জায়গায় থাকবেন কী করে! এই সময় জোট হলে অনেকটাই ঝুঁকি থেকে যাবে।

আবার বিদেপির একটা অংশ এই ভোট পিছনোর দায় নিতে চাইছে না। তাঁরা মনে করছে ভোট পিছনোর প্রসঙ্গ উত্থাপন করবে শাসক দল বা রাজ্য সরকার। তাই অপেক্ষা করাই শ্রেয়। কেউ যদি প্রসঙ্গটি না তোলে, তখনই এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে পারে বিজেপি।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন, এই পরিস্থিতিতে পুরভোট সম্ভব নয়। পুরভোট পিছিয়ে দেওয়ার আর্জি তাই উত্থাপন করা হবে নির্বাচন কমিশনের ডাকা সর্বদল বৈঠকে। তিনি বিশ্বাস করেন নির্বাচন কমিশন বিবেচনা করবেন।

বাংলাতেও মোদী শাসন! প্রধান থেকে প্রধানমন্ত্রী হবে বিজেপিরই, বার্তা দিলীপেরবাংলাতেও মোদী শাসন! প্রধান থেকে প্রধানমন্ত্রী হবে বিজেপিরই, বার্তা দিলীপের

English summary
BJP urges election commission to postpone polls due to Corona Virus. BJP raises this issue in all party meeting in EC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X