For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাকে হারাতে বাংলার মেয়েরাই হাতিয়ার, বিজেপির সংকল্প পত্রে উঁকি দিচ্ছে চাণক্য অমিতের কৌশল

মমতাকে হারাতে বাংলার মেয়েরাই হাতিয়ার, বিজেপির সংকল্প পত্রে উঁকি দিচ্ছে চাণক্য অমিতের কৌশল

Google Oneindia Bengali News

বিহারে সব হিসেব নিকেশ একেবারে ওলট পালট করে দিয়েছিলেন মহিলা ভোটাররা। আরজেডির জয়ের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন তাঁরা। সেই মহিলা ভোটারদেরই এবার মমতার বিরুদ্ধে বাংলায় ব্যবহার করতে চাইছে বিজেপি। সদ্য প্রকাশিত বিজেপির নির্বাচনী ইস্তেহারে সেই ইঙ্গিত মিলেছে। মহিলা ভোটারদের প্রভাবিত করতেই একাধিক কৌশন নিয়েছে। মমতার বিরুদ্ধে বাংলার মেয়েদের হাতিয়ার করছে বিজেপি।

মহিলা ভোটাররাই অস্ত্র

মহিলা ভোটাররাই অস্ত্র

বাংলা জয়ে বিজেপির হাতিয়ার সেই মহিলা ভোটাররা। বিহারে যে কৌশলে এগিয়েছিল বিজেপি। সেই কৌশলই বাংলায় নিতে চাইছে তারা। তবে এবার কড়া টক্কর দিচ্ছেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলা ভোটারদের মমতার বিরুদ্ধে কাজে লাগাতে রণকৌশল সাজিয়ে ফেলেছে গেরুয়া শিবির। প্রচারের প্রথম থেকেই তাই নারী সুরক্ষা নিয়ে সরব হয়েছিল বিজেপি। রাজ্যে নারী সুরক্ষা নিয়ে একাধিক আন্দোলন শুরু করেছে তারা।ধাপে ধাপে সেই পথেই এগোতে শুরু করেছে তারা।

বিজেপির সংকল্প পত্র

বিজেপির সংকল্প পত্র

বিজেপির সংকল্প পত্রে মহিলা ভোটারদের টার্গেট করেই একাধিক প্রকল্প সাজিয়ে ফেলেছে বিজেপি। তাতে মহিলাদের আত্মনির্ভর করে গড়ে তোলার কথা বলা হয়েছে। বিজেপি সরকার গড়লে মহিলাদের আত্মনির্ভর করে গড়ে তুলতে ৫০০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে ইস্তেহারে উল্লেখ করা হয়েছে। এছাড়াও সরকারি চাকরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। এছাড়াও উজ্জ্বলা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প, সুকন্যা সমৃদ্ধি প্রকল্পে রাজ্যের মহিলারা অনেক সুবিধা পাবেন বলে ঘোষণা করেছে বিজেপি।

মহিলা ভোটারদের মন জয়ের চেষ্টা

মহিলা ভোটারদের মন জয়ের চেষ্টা

মহিলা ভোটারদের মন জয়ে ঝাঁপিয়েছে দুই শিবির। তবে বিহারের কৌশলে বাংলায় কতটা লাভ করতে পারবে বিজেিপ এই নিয়ে সন্দেহ রয়েছে। কারণ মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে বাংলার মহিলারা কতটা সাহায্য করবে তা নিয়ে ভাবার অবকাশ রয়েছে। কারণ স্বাস্থ্যসাথী থেকে কন্যাশ্রী, রূপশ্রী একাধিক প্রকল্প চালু করেছে মমতা সরকার। সেই সঙ্গে নির্বাচনী ইস্তেহারে বিধবা ভাতা বাড়ানো থেকে গৃহবধূদের হাতখরচ হিসেবে ৫০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

একুশের ভোটে মহিলা ভোটারই ডিসাইডিং ফ্যাক্টর

একুশের ভোটে মহিলা ভোটারই ডিসাইডিং ফ্যাক্টর

একুশের ভোটে বাংলা জয়ে বিজেপির কি মহিলা ভোটাররাই হতে চলেছেন িডসাইডিং ফ্যাক্টর। তাই দুই শিবিরই ঝাঁিপয়েছে মহিলা ভোটারদের টার্গেট করে। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সভায় মহিলা ভোটারদের বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

মিঠুন শুধু বাংলার ভোটারই, বিজেপির 'ফাটাকেষ্ট’ এমএলএ হওয়ার লড়াইয়ে নামলেন নামিঠুন শুধু বাংলার ভোটারই, বিজেপির 'ফাটাকেষ্ট’ এমএলএ হওয়ার লড়াইয়ে নামলেন না

English summary
BJP try to atract woman voters to target TMC planning reflect on Manifesto
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X