For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি-তৃণমূল সংঘর্ষে ধুন্ধুমার বনগাঁয়, উত্তেজনার নেপথ্যে কোন ঘটনা

বিজেপি-তৃণমূল সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বনগাঁয়। সেখানের সাতভাই কালীতলা এলাকায় পৌষমেলা চলাকালীন এক জলসত্রকে ঘিরে শুরু হয় বিবাদ।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি-তৃণমূল সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বনগাঁয়। সেখানের সাতভাই কালীতলা এলাকায় পৌষমেলা চলাকালীন এক জলসত্রকে ঘিরে শুরু হয় বিবাদ। জলসত্র ভাঙচুরের প্রতিবাদে আয়োজিত এক মিছিলকে ঘিরে বুধবার বিজেপি-তৃণমূলের সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে।

বিজেপি-তৃণমূল সংঘর্ষে ধুন্ধুমার বনগাঁয়, উত্তেজনার নেপথ্যে কোন ঘটনা

ওই জলসত্র বিজেপির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল বলে খবর। সেখানে বিজেপির দলীয় পতাকা ও নরেন্দ্র মোদীর ছবি লাগানো ছিল। এরপরই মেলা কমিটির পক্ষ থেকে বিজেপির দলীয় পতাকা সরাতে বলা হয়। এদিকে, মেলার অনুসন্ধান কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটআফট লাগানো ছিল। অন্যদিকে জলসত্রে নরেন্দ্র মোদীর ছবি নিয়ে আপত্তি উঠতে থাকে। এই ইস্যুকে কেন্দ্র করেই বচসা গড়ায় সংঘর্ষে। শুরু হয় ভাঙচুর, বিক্ষোভ।

এরপর ভাঙচুরের প্রতিবাগে বের হয় মিছিল। সেই মিছিল ঘিরেই বিজেপি তৃণমূল সংঘর্ষ ধুন্ধুমার পরিস্থিতি তৈরি করে। ঘটনার কথা জনতে পেরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তৃণমূলের দাবি, বিজেপির আক্রমেণ তাঁদের সভাপতি সুভাষ শীলকে কটূক্তি ও মারধর করেছে বিজেপির কর্মীরা। অন্যদিকে , বিজেপির অভিযোগ, তাঁদের গাইঘাটা পঞ্চায়েত সমিতির সদস্য ঊর্মিলা তরফদারকে মারধর করা হয়। ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

English summary
BJP Trinamool clash at Bangaon area of West Bengal .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X