For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আক্রান্তদের পাশে থাকতে 'বাম পথে' বিজেপি! বিবেকানন্দের জন্মদিনে নতুন বাহিনী গেরুয়া শিবিরের

করোনা আক্রান্তদের পাশে থাকতে 'বাম পথে' বিজেপি! বিবেকানন্দের জন্মদিনে নতুন বাহিনী গেরুয়া শিবিরের

  • |
Google Oneindia Bengali News

লাফিয়ে বাড়ছে করোনা (Coronavirus) আক্রান্তের সংখ্যা। সেই পরিস্থিতিতে নির্বাচন হতে যাওয়া রাজ্যের ৪ পুর এলাকা বাদ দিয়ে সর্বত্রই বন্ধ রাজনৈতিক কর্মসূচি। রাজ্যের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতির দিকে তাকিয়ে গেরুয়া শিবিরের তরফে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। করোনা আক্রান্তদের পাশে দাঁড়াবে বিজেপি (BJP) যুব মোর্চার সেই স্বেচ্ছাসেবক বাহিনী। নাম হতে চলেছে গেরুয়া ভলান্টিয়ার (Saffron Volunteer)।

দায়িত্ব সামলাবে যুব মোর্চা

দায়িত্ব সামলাবে যুব মোর্চা

গেরুয়া ভলান্টিয়ারের দায়িত্ব সামলাবে যুব মোর্চা। এমনটাই পরিকল্পনা। বিশিষ্ট ক্যানসার চিকিৎসক ইন্দ্রনীল খাঁকে সম্প্রতি রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি করা হয়েছে। তাঁকে সামনে রেখেই পুরো বিষয়টিকে সাজানোর পরিকল্পনা গেরুয়া শিবিরের। এর জন্য ১২৫ টি পুরসভা এবং ৩৪১ টি ব্লকে আলাদা করে দল তৈরি করা হবে। পঞ্চায়েত এবং ওয়ার্ড স্তরে একজন করে ইনচার্জের ওপরে দায়িত্ব দেওয়া হবে। আক্রান্ত চিকিৎসা এবং হোম আইসোলেশনে থাকা রোগীদের জন্য আলাদা করে দুটি হেল্পলাইন নম্বর রখা হবে। ইন্দ্রনীল খানের নেতৃত্বে ১০০ জন চিকিৎসকের একটি দলও তৈরি করা হয়েছে। জানা গিয়েছে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিষয়টির পরিকল্পনা করেছেন। যদি করোনা আক্রান্ত নিয়ে তিনি নিজেই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি।

 রাজ্যস্তরে দায়িত্বে থাকবেন অগ্নিমিত্রা পাল

রাজ্যস্তরে দায়িত্বে থাকবেন অগ্নিমিত্রা পাল

অনেকেই করোনা আক্রান্ত। বাড়িতে প্রয়োজনীয় ওষুধের অভাব রয়েছে। অভাব রয়েছে জরুরি সামগ্রির। সেই পরিস্থিতিতে গেরুয়া ভলান্টিয়াররা সেইসব জিনিস পৌঁছে দেওয়ার কাজ করবেন। রাজ্যস্তরে দায়িত্ব সামলানোর জন্য ভাবা হয়েছে আসানসোল দক্ষিণের বিধায়র অগ্নিমিত্রা পালকে। প্রসঙ্গত অগ্নিমিত্রা পালও সম্প্রতি করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন।

হেল্থ ভলান্টিয়ার হওয়ার ডাক দিয়েছিলেন নাড্ডা

হেল্থ ভলান্টিয়ার হওয়ার ডাক দিয়েছিলেন নাড্ডা

গত বিধানসভা নির্বাচনে ইসবার ২০০ পার স্লোগান নিয়ে ঝাঁপিয়েছিল বিজেপি। কিন্তু তার অনেক আগেই থেমে যেতে হয়েছিল বিজেপিকে। নির্বাচনের পরে অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূল শিবিরের দিকে যেতে শুরু করেন। সেই পরিস্থিতি দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা করোনা মোকাবিলায় দলের কর্মীদের হেল্থ ভলান্টিয়ার হওয়ার ডাক দিয়েছিলেন। সেই বিজেপি কর্মীদের জন্য প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল।

বিবেকানন্দের জন্মদিনে পরিষেবার সূচনা

বিবেকানন্দের জন্মদিনে পরিষেবার সূচনা

বিষয়টি নিয়ে গেরুয়া শিবিরে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে এই পরিষেবা শুরু করার ব্যাপারে পরিকল্পনা করা হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ভার্চুয়ালি এর সূচনা করবেন বলে খবর। এই অনুষ্ঠানে থাকতে পারেনি বিজেপির সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য।

 ২০২০ থেকে কাজ করছে সিপিএম-এর রেড ভলান্টিয়ার

২০২০ থেকে কাজ করছে সিপিএম-এর রেড ভলান্টিয়ার

করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে রাজ্যে বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবী বাহিনী গড়েছে সিপিএম। নাম দেওয়া হয়েছিল রেড ভলান্টিয়ার। রোগীদের বাড়িতে ওষুধ থেকে প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেওয়া ছাড়াও, অক্সিজেনও পৌঁছে দিতে দেখা গিয়েছে দ্বিতীয় ঢেউয়ের সময়ে। তৃতীয় ঢেউ শুরু হতেই সোশ্যাল মিডিয়ায় অঞ্চল ভিত্তিক মোবাইল নম্বরও দেওয়া হয়েছে রেড ভলান্টিয়ারদের তরফ থেকে। এবার সেই বাম পথেই হাঁটতে শুরু করল গেরুয়া শিবির।

English summary
BJP to start Saffron Volunteer in the path of Red Volunteer to help Corona infected patient
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X