For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে আসছে বিরাট পরিবর্তন, ২০২১-এর লক্ষ্যে আমূল বদলে যাচ্ছে রাজ্য কমিটি

বিজেপিতে আসছে বিরাট পরিবর্তন, ২০২১-এর লক্ষ্যে আমূল বদলে যাচ্ছে রাজ্য কমিটি

Google Oneindia Bengali News

করোনা লকডাউনে গৃহবন্দি গোটা রাজ্য। রাজনৈতিক ময়দানে ভিড় না থাকলেও করোনার লকডাউনে থেমে নেই রাজনীতি। শাসক-বিরোধী লড়াইয়ে কোনও খামতিই নেই। করোনার মহামারী সত্ত্বেও তা নিয়ে জোরদার লড়াই চালিয়ে যাচ্ছে দুই শিবির। এরই মধ্যে বিজেপি আগামী দিনের প্রস্তুতি শুরু করে দিল। সূত্রের খবর, লকডাউনেই বিজেপি নতুন কমিটি গঠন করতে চলেছে।

বিজেপির নয়া কমিটি শীঘ্রই

বিজেপির নয়া কমিটি শীঘ্রই

মার্চেই বঙ্গ বিজেপির নতুন কমিটি গঠনের কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতি এবং করোনার সংক্রমণ রুখতে লকডাউনের জেরে তা স্থগিত হয়ে যায়। এখনও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি, তবু আর দেরি না করে রাজ্য বিজেপির নয়া কমিটি গঠন প্রক্রিয়া সেরে ফেলতে চাইছে বিজেপি।

তৃণমূলকে টক্কর দিতেই নয়া কমিটি

তৃণমূলকে টক্কর দিতেই নয়া কমিটি

বিজেপি একাংশের অভিযোগ, তৃণমূল কংগ্রেস রাজনীতি করেই চলেছে। করোনা পরিস্থিতিতেও তারা রাজনীতি জারি রেখেছে। তাই বিজেপিও এবার যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে বিজেপি যাঁদের নিয়ে লড়তে চায়, তাঁদেরকে এবার সামনে আনা জরুরি বলে মনে করছে নেতত্ব।

কারা থাকবেন বিজেপির এই কমিটিতে

কারা থাকবেন বিজেপির এই কমিটিতে

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, কারা থাকবেন বিজেপির এই নতুন কমিটিতে। পুরনোদের কারা বাদ যাবেন তা নিয়েও চর্চা শুরু হয়েছে। এজন্য যোগ্যতা মেপেই এগোচ্ছে বিজেপি। একেবারে ত্রিমুখী পরীক্ষার মাধ্যমে বিজেপি নতুন কমিটি গঠন করতে চাইছে। এটা একদিনের পদ্ধতি নয়, দীর্ঘদিন ধরেই এই পদ্ধতি চলছে। তা সমাধা হয়েছে, এবার শুৎু পরীক্ষার ফল জানানো বাকি।

তিন পদ্ধতি মেনে তৈরি হচ্ছে কমিটি

তিন পদ্ধতি মেনে তৈরি হচ্ছে কমিটি

সেই পদ্ধতি হল- বঙ্গ বিজেপি তরফে নিচুতলার কর্মীদের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ তাঁদের মতো করে একটা তালিকা তৈরি করছে। আর অমিত শাহ তাঁর নিজস্ব টিমকে নিয়ে প্রতি বিধানসভা ও মণ্ডল অনুযায়ী একটা তালিকা তৈরি করছেন। সেই ত্রিধারার সম্মিলিত সিদ্ধান্তেই গড়ে উঠবে কমিটি।

২০২১-কে সামনে রেখেই নয়া রাজ্য কমিটি

২০২১-কে সামনে রেখেই নয়া রাজ্য কমিটি

ইতিমধ্যে প্রাথমিক একটি তালিকা তৈরি হয়ে গিয়েছে। মোদী-শাহ-নাড্ডারা রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্তের সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন। এখন কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্ত তালিকা প্রস্তুত করছে। বিজেপি ২০২১-কে সামনে রেখেই নয়া রাজ্য কমিটি গঠন করছে। এখন দেখার এই কমিটিতে কারা থাকেন? এই কমিটিতে মুকুল রায় তাকেন কি না, তিনি কী পদ পেতে পারেন, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে ইতমধ্যে।

English summary
BJP to declare new state committee in West Bengal in target of 2021. BJP wants to change the faces of state committee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X