For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের পথেই তৃণমূলকে জবাব! লড়াই শুরু করে দিলেন দিলীপ ঘোষ

প্রাতর্ভ্রমণেই শুরু হয়ে গিয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। দিন কয়েক আগে দেখা গিয়েছিল ইকো পার্কে দিলীপ ঘোষ (dilip ghosh) যেখানে শরীর চর্চা করেন, সেখানে 'সব বেচে দে' টি শার্ট পরে শরীর চর্চা করছেন তৃণমূলের (trinamool congress)

  • |
Google Oneindia Bengali News

প্রাতর্ভ্রমণেই শুরু হয়ে গিয়েছে হাড্ডাহাড্ডি লড়াই। দিন কয়েক আগে দেখা গিয়েছিল ইকো পার্কে দিলীপ ঘোষ (dilip ghosh) যেখানে শরীর চর্চা করেন, সেখানে 'সব বেচে দে' টি শার্ট পরে শরীর চর্চা করছেন তৃণমূলের (trinamool congress) নেতা কর্মীরা। এদিন সেখানেই বিজেপি কর্মীদের পরনে দেখা গেল 'যমের দুয়ারে সরকার' লেখা টিশার্ট পরতে।

'ধর্মনিরপেক্ষ' শুভেন্দুকে আশীর্বাদ, নৈতিকতার প্রশংসা! বাংলায় স্বৈরাচারী শাসনের অবসান ঘটবে, আশাবাদী মান্নান'ধর্মনিরপেক্ষ' শুভেন্দুকে আশীর্বাদ, নৈতিকতার প্রশংসা! বাংলায় স্বৈরাচারী শাসনের অবসান ঘটবে, আশাবাদী মান্নান

বিজেপি কর্মীদের গায়ে যমের দুয়ারে সরকার টিশার্ট

বিজেপি কর্মীদের গায়ে যমের দুয়ারে সরকার টিশার্ট

কলকাতায় থাকলে বিজেপির রাজ্য সভাপতি সাধারণভাবে নিউটাউনের ইকো পার্কে প্রাতর্ভ্রমণে যান। এদিনও তাঁর ব্যতিক্রম হয়নি। অন্যদিনের মতো এদিনও তাঁর সঙ্গে ছিলেন, বিজেপির কর্মী ও সমর্থকরাও। তবে তাঁদের পোশাক ছিল আলাদা। এদিন তাঁদের গায়ে দেখা গিয়েছে যমের দুয়ারে সরকার লেখা টিশার্ট। তবে সবটাই টিশার্টের পিছনে লেখা।

শুরুটা করেছিল তৃণমূল

শুরুটা করেছিল তৃণমূল

এই লড়াইটা শুরু করেছিল তূণমূল। ২ ডিসেম্বর দিলীপ ঘোষ ইকো পার্কে যেখানে শরীর চর্চা করেন, সেখানেই তৃণমূলের নেতা কর্মীরা সব বেচে দে লেখা টিশার্চ পরে শরীর চর্চা শুরু করেছিলেন। নেতৃত্বে ছিলেন রাজারহাট-নিউটাউনের যুব তৃণমূল সভাপতি আফতাবউদ্দিন। এবার তার পাল্টা হিসেবে শুরু করল বিজেপি। টিশার্টকেই হাতিয়ার করল তারা।

তৃণমূলেই চমক বেশি

তৃণমূলেই চমক বেশি

এদিন ইকো পার্কে দিলীপ ঘোষ বলেন, এখন তৃণমূলেই চমকটা বেশি। প্রতিদিনই কিছু না কিছু ঘটছে। মেদিনীপুরে বিজেপির সভায় বড় চমক অপেক্ষা করছে বলেও মন্তব্য করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখযোগ্য বুধবার বিধায়কপদে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর অনুযায়ী, ১৯ ডিসেম্বর মেদিনীপুরে সভা করতে চলেছেন অমিত শাহ। সেখানে বিজেপিতে যোগ দিতে চলেছে শুভেন্দু অধিকারী, সুনীল মণ্ডলরা। সেই বিষয়টিকেই চমক বলে উল্লেখ করেছেন দিলীপ ঘোষ। তবে নিজে থেকে চমকের ব্যাখ্যা তিনি দেননি।

তৃণমূল ও প্রশাসনের বিরুদ্ধে বাধার অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ

তৃণমূল ও প্রশাসনের বিরুদ্ধে বাধার অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ

একটা সময় ইকো পার্কে ঢোকা নিয়ে তৃণমূল ও প্রশাসনের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করেছিলেন দিলীপ ঘোষ। তিনি জুলাইয়ে তাঁকে ইকো পার্কে ঢুকতে বাধা দিয়েছিল পার্ক কর্তৃপক্ষ। সেখানে তিনি চায়ে পে চর্চা আয়োজনের পরিকল্পনা করেছিলেন। কিন্তু পার্ক কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিল পার্কের ভিতরে কোনও রাজনৈতিক কর্মসূচি আয়োজন করা যায় না।

তবে ইকো পার্কই হোক কিংবা রাজ্যের কোনও জেলায় গিয়ে চায়ে পে চর্চা, বাধা দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে। বোলপুরে গিয়ে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন তিনি। জামবুনি বাসস্ট্যান্ড সংলগ্ন একটি চায়ের দোকান নির্দিষ্ট করা হয়েছিল আগে থেকেই। কিন্তু নির্দিষ্ট সময়ে গিয়ে দেখা গিয়েছিল সেটি বন্ধ। দিলীপ ঘোষ অভিযোগ করেছিলেন, ইকোপার্ত, গলফ ক্লাব রাজ্য সরকারের পক্ষ থেকে বন্ধ করে দওয়া হয়। তাদের কর্মসূচিকে ভয় পেয়েই তৃণমূল এই ধরনের কাজ করছে বলেও অভিযোগ করেছিলেন তিনি।

{quiz_455}

English summary
BJP TMC morning walk fight in tshirts in eco park
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X