For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিশন একুশে সাফল্য পেতে বিজেপির চ্যালেঞ্জ, নজর পাঁচ বছরে ভোট-বৃদ্ধির হারে

মিশন একুশে সাফল্য পেতে বিজেপির চ্যালেঞ্জ, নজর পাঁচ বছরে ভোট-বৃদ্ধির হারে

Google Oneindia Bengali News

২০১৯-এর লোকসভা বিজেপিকে বিরাট মাইলেজ দিয়েছে। যার ফলে ২০২১-এ মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছে বিজেপি। বর্তমানে তৃণমূল ভেঙে তারা ধারে-ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুর্সি কেড়ে নিতে উদ্যোগী হয়েছে। ডাক দিয়েছে প্রকৃত পরিবর্তনের। সেজন্য তাঁরা পাঁচ বছরের ধারাবাহিক ভোটবৃদ্ধির হার ধরে রাখতে বদ্ধপরিকর।

ভোট বৃদ্ধির হার ধরে রেখে তৃণমূলকে চ্যালেঞ্জ

ভোট বৃদ্ধির হার ধরে রেখে তৃণমূলকে চ্যালেঞ্জ

বাংলায় দু-দফার ভোট হয়ে গিয়েছে। রাত পোহালেই তৃতীয় দফার ভোট। এবার ৩১ আসনে লড়াইয়ে বিজেপি চাইছে ভোট বৃদ্ধির হার ধরে রেখে তৃণমূলকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে। এবার ভোট য়েহেতু তৃণমূলের শক্ত ঘাঁটিতে, তাই বিজেপি যেটুকু সাফল্য আনতে পারবে, সেটাই তাঁদের লক্ষ্যপূরণের দিকে এগিয়ে দেবে।

২০১৯-এ দুটি আসন যুক্ত হয়েছিল বিজেপির ভাঁড়ারে

২০১৯-এ দুটি আসন যুক্ত হয়েছিল বিজেপির ভাঁড়ারে

হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার ৩১ আসনের মধ্যে ২৯টি আসনে তৃণমূল জয়লাভ করেছিল ২০১৬ সালের বিধানসবা নির্বাচনে। আবার ২০১৯-এও তৃণমূল ২৯টি আসনে অগ্রগমন ধরে রেখেছিল। বিজেপির সাফল্য বলতে, ২০১৯-এ তৃণমূলের থেকে দুটি আসনে এগিয়ে থাকা। ২০১৬-য় তাদের ভাঁড়ার ছিল শূন্য, ২০১৯-এ সেই ভাঁড়ারে দুটি আসন যুক্ত হয়েছিল।

লোকসভার আসনসংখ্যায় বিজেপি ২ থেকে বেড়ে ১৮

লোকসভার আসনসংখ্যায় বিজেপি ২ থেকে বেড়ে ১৮

২০১৯-এর লোকসভায় বিজেপির উত্থান হয়েছে। লোকসভার আসনসংখ্যায় তারা ২ থেকে বেড়ে ১৮ হয়েছে। কিন্তু একুশের তৃতীয় দফায় যে আসনগুলিতে ভোট, সেখানে তৃণমূলের শক্তি অটুট ছিল ২০১৯ নির্বাচনেও। বিজেপি এবার তৃণমূলের ঘাঁটিতে থাবা বসাতে ভরসা রাখছে পাঁচ বছর ধরে ধারাবাহিকভাবে তাঁদের ভোট-বৃদ্ধিতে।

ভোট বৃদ্ধির হার ধরে রাখাই চ্যালেঞ্জ বিজেপির

ভোট বৃদ্ধির হার ধরে রাখাই চ্যালেঞ্জ বিজেপির

বিজেপি চেষ্টা করছে গত পাঁচ বছরে ভোট বৃদ্ধির হার ধরে রেখে একুশের ভোটে তৃণমূলকে টেক্কা দিতে। ২০১৬ থেকে ২০১৯- বিজেপির যে ভোট বেড়েছে, তার প্রমাণ মিলেছে লোকসভা নির্বাচনে। তারপর কেটে গিয়েছে আরও দুটি বছর। বিজেপি আরও ঘাঁটি গাড়তে সফল হয়েছে বাংলায়। পাল্লা দিয়ে ভেঙেছে তৃণমূলকে। সংগঠনও বেড়েছে। তাই বিজেপি আশাবাদী একুশে বঙ্গে সাফল্য পেতে।

সময় ভালো যাচ্ছে না রমেশ জারকিহোলির, যৌন কেলেঙ্কারির পর করোনা আক্রান্ত প্রাক্তন বিজেপি মন্ত্রীসময় ভালো যাচ্ছে না রমেশ জারকিহোলির, যৌন কেলেঙ্কারির পর করোনা আক্রান্ত প্রাক্তন বিজেপি মন্ত্রী

English summary
BJP throws challenge to TMC increasing vote from 2016 to 2021 Assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X