For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন জোনে কত আসন টার্গেট বিজেপির! অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্টে স্পষ্ট একুশের অঙ্ক

কোন জোনে কত আসন টার্গেট বিজেপির! অভ্যন্তরীণ সমীক্ষা রিপোর্টে স্পষ্ট একুশের অঙ্ক

Google Oneindia Bengali News

একুশের নির্বাচন আর বড়জোর তিনমাস বাকি। সেই যুদ্ধ জিততে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি। তৃণমূলকে মাত দেওয়ার মোক্ষম সুযোগ এবার বিজেপির সামনে। কোনওমতেই তা হাতছাড়া করতে চায় না পদ্মশিবির। অভ্যন্তরীণ সমীক্ষা চালিয়ে জোনওয়াড়ি টার্গেট ফিক্সড করেছেন কেন্দ্রীয় বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতারা।

৫ জোনের কোথায় কত আসনের জন্য ঝাঁপাবে বিজেপি

৫ জোনের কোথায় কত আসনের জন্য ঝাঁপাবে বিজেপি

বিজেপি বাংলাকে পাঁচটি ভাগে ভাগ করে নির্বাচনে লড়ার পরিকল্পনা করেছে। এবার সেই জোনওয়াড়িই আসন টার্গেট করে এগোচ্ছে গেরুয়া শিবির। পাঁচটি জোনে কোথায় কত আসনের জন্য ঝাঁপাবে বিজেপি, তা বুঝিয়ে দেওয়া হয়েছে। অভ্যন্তরীণ সমীক্ষায় যে মতো খামতি উঠে এসেছে, তা পূরণে বদ্ধপরিকর বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক।

গুরুংয়ের ‘দলবদল’ কতটা ফারাক করবে উত্তরবঙ্গে

গুরুংয়ের ‘দলবদল’ কতটা ফারাক করবে উত্তরবঙ্গে

উত্তরবঙ্গের জেলাগুলি নিয়ে তৈরি হয়েছে উত্তরবঙ্গ জোন। এই জোনে মোট ৫৪টি আসন। দলের হিসেব, ওই জোনে বিজেপি পেতে পারে ৩০ থেকে ৩৫টি আসন। কেননা পাহাড়ে বিমল গুরুং এবার বিজেপি বিরোধিতা করছেন। ফলে দার্জিলিং লোকসভা আসনের সাতটির মধ্যে বড়জোর দুটি মিলতে পারে। এছাড়া আলিপুরদুয়ার-জলপাইগুড়ির মতো সমতলেও গুরুংয়ের প্রভাব রয়েছে।

নবদ্বীপ জোনে মুকুল-অর্জুনের গড়ে আশাবাদী বিজেপি

নবদ্বীপ জোনে মুকুল-অর্জুনের গড়ে আশাবাদী বিজেপি

দক্ষিণবঙ্গকে মোট চারটি জোনে ভাগ করা হয়েছে। তার মধ্যে নবদ্বীপ জোনে রয়েছে ৬৩টি আসন। এই জোনের মধ্যে রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনার একাংশ। বিজের অভ্যন্তরীণ সমীক্ষা বলছে এই এলাকায় ২৫ থেকে ৩০টি আসন মিলতে পারে। বনগাঁ ও রানাঘাটের সমস্ত আসনে বিজেপি জয় পাবে বলে ধরা হয়েছে। অর্জুন সিংয়ের বারাকপুরে কেন্দ্রেও ৬টি আসনে জয় পাবে বলে আশাবাদী বিজেপি।

রাঢ়বঙ্গ জোনে কত আসনের টার্গেট করেছে বিজেপি

রাঢ়বঙ্গ জোনে কত আসনের টার্গেট করেছে বিজেপি

এরপর রাঢ়বঙ্গ জোনে রয়েছে ৫৭টি আসন রয়েছে। দুই বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূম জেলা রয়েছে এই জোনে। এই জোনে ৩০ থেকে ৩৫টি আসন। বিজেপির আশা, এই জোনে আসানসোল, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং পুরুলিয়া লোকসভা এলাকার সব আসনেই জিতবে তারা। সোইমতো করেই রাঢ়বঙ্গ জোনে জাল বিস্তার করছে বিজেপি।

শুভেন্দু-গড়ে বিজেপির টার্গেট কত, আভাস সমীক্ষায়

শুভেন্দু-গড়ে বিজেপির টার্গেট কত, আভাস সমীক্ষায়

মেদিনীপুরে জোনে রয়েছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড় ও হুগলি। এই জোনে মোট আসন সংখ্যা ৬৯। বিজেপি ৩৫ থেকে ৪০টি আসনে জয়ের টার্গেট করেছে। বিজেপির অভ্যন্তরীণ সমীক্ষা অনুযায়ী, দিলীপ ঘোষের লোকসভা কেন্দ্র মে্দিনীপুর ছাড়াও ঘাটালের আসনগুলিতে ভালো ফল করবে বিজেপি, শুভেন্দু-গড় পূর্ব মেদিনীপুর থেকে আসতে পারে ১০-১২টি আসন। হাওড়া নিয়ে বিশেষ আশাবাদী না হলেও হুগলি থেকে বড় সাফল্যের আশা করছে বিজেপি।

কলকাতা জোনে একুশে কত আসন পেতে পারে বিজেপি

কলকাতা জোনে একুশে কত আসন পেতে পারে বিজেপি

কলকাতা জোনে রয়েছে মোট ৫১টি আসন। কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার একাংশ নিয়ে এই জোন গঠিত। তৃণমূলের এই দুর্গ থেকে বিজেপি ১০-১২টি আসন আশা করছে। এই জোনের পর্যবেক্ষক করে ময়দানে নামানো হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের কানন শোভন চট্টোপাধ্যায়কে। তিনি একটা সময় দক্ষিণ ২৪ পরগনা জেলা তৃণমূলের সভাপতি ছিলেন। ছিলেন কলকাতার মেয়র। তাঁকে কাজে লাগিয়ে জয় হাসিলের চেষ্টা চালাবে বিজেপি।

টার্গেট খেকে এখনও কত দূরে বিজেপি, আভাস সমীক্ষায়

টার্গেট খেকে এখনও কত দূরে বিজেপি, আভাস সমীক্ষায়

বিজেপির এই অভ্যন্তরীণ সমীক্ষা অনুযায়ী একুশের নির্বাচনে তাদের আসন সংখ্যা দাঁড়াচ্ছে সর্বনিম্ন ১৩০ আর সর্বোচ্চ ১৫২। অর্থাৎ বিজেপিকে এখনও দোলাচলে থাকতে হচ্ছে। বাংলার বিধানসভায় ম্যাজিক ফিগার ১৪৮। সর্বোচ্চ ভালো করলে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। অর্থার বিজেপি বাংলায় জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে। এবার জোনওয়াড়ি আরও একটু ঘষামাজা করলে টার্গেট ২০০-র দিকে এগোতে পারে।

দিলীপের সভায় যোগ না দিয়েই ফিরলেন 'অসম্মানিত’ তৃণমূল নেতা, বিধায়কের ফোনে কান্নাদিলীপের সভায় যোগ না দিয়েই ফিরলেন 'অসম্মানিত’ তৃণমূল নেতা, বিধায়কের ফোনে কান্না

English summary
BJP targets zone-wise seats in 2021 Assembly Election in West Bengal after survey
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X