For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০২১-এর আগে বিজেপির পাখির চোখ বাংলার শহর দখল! মিশন ২০২০-র কাজ শুরু

২০২১-এর আগে বাংলার শহর দখলই পাখির চোখ বিজেপির, মিশন ২০২০-র কাজ শুরু

Google Oneindia Bengali News

২০২১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যেই পুরসভা নির্বাচনে জিততে চায় বিজেপি। এই নির্বাচনেই নাগরিক সমাজের মত বোঝা যাবে বলে বিশ্বাস গেরুয়া শিবিরের। সেই বিবেচনা থেকেই বঙ্গ বিজেপি রাজ্যের শহরগুলিতে ক্ষমতা দখল করতে মরিয়া হয়ে উঠেছে এবার।

১০৭টি পুরসভাতেই শেয়ানে শেয়ানে লড়াই

১০৭টি পুরসভাতেই শেয়ানে শেয়ানে লড়াই

বিধানসভা নির্বাচনের আগে এই পুরসভা নির্বাচনই শেষ ভোট ময়দানে নামা। তারপর একেবারে মহাযুদ্ধের আসর ২০২১-এ। তাই পুরসভা ভোটকে বিধানসভার সেমিফাইনাল হিসেবেই দেখছে বিজেপি। সেজন্যই আগেভাগে কমিটি গড়ে প্রচার পরিকল্পনা শুরু করে দিয়েছে তারা। গেরুয়া শিবির একটি ৫৭ সদস্যের কমিটি গঠন করেছে। কাউকে মেয়র বা চেয়ারম্যান হিসাবে প্রজেক্ট না করেই ১০৭টি পুরসভার সমস্ত আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

সিএএ ইস্যুতে জল মেপে নিতে চাইছে বিজেপি

সিএএ ইস্যুতে জল মেপে নিতে চাইছে বিজেপি

আসন্ন এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হবে ভোট। এই ভোটেই বিজেপি সিএএ ইস্যুতে জল মেপে নিতে চাইছে। বাংলার মানুষের সমর্থন কোন দিকে, তা নিশ্চিত হয়েই ২০২১ ভোট যুদ্ধের চূড়ান্ত পরিকল্পনা প্রস্তুত করতে চায় তারা। পুরসভা নির্বাচনকে গুরুত্ব দিয়েই এটিকে মিনি বিধানসভা ভোট হিসাবে বিবেচনা করছে বিজেপি।

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অ্যাসিড টেস্ট

বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অ্যাসিড টেস্ট

রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে পুর এলাকায় এটি বিজেপির অ্যাসিড টেস্ট। সিএএ, এনআরসি এবং এনপিআর ইস্যু উঠে আসার পর এটাই হবে রাজ্যে প্রথম বড় নির্বাচন। তাই এই নির্বাচনের গুরুত্ব অপরিসীম। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বাংলার শাসক দলকে মাত দিয়েছে বিজেপি। বিজেপি ২ থেকে বেড়ে ১৮ হয়েছে। তারপর তিন উপনির্বাচনে হারলেও বিজেপি পুরসভা ভোটে জিতে তৃণমূলকে চ্যালেঞ্জ জানাতে মরিয়া।

কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই প্রার্থী বিজেপির

কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই প্রার্থী বিজেপির

বিজেপির তরফে সাফ জানানো হয়েছে, তারা কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই প্রার্থী দেবে। মেয়র হিসাবে কোনও নাম প্রজেক্ট না করলেও ৫৭ সদস্যের কমিটির লক্ষ্য হবে তৃণমূলকে ক্ষমতা থেকে সরিয়ে কলকাতা পুরসভার ছোট লালবাড়ির দখল নেওয়া। মুকুল রায়ের নেতৃত্বে ৫৭ জনের কমিটি লড়াই করবে পুরভোটে। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক এবং তথা বাংলার পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় সমন্বয় সাধনের কাজ করবেন এই নির্বাচনে।

English summary
BJP targets to occupy cities of West Bengal before 2021 Assembly Election. BJP is ready for Mission 2020 for Municipal Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X