For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমিত শাহের শহিদ মিনারের সভায় রেকর্ড ভিড় টানাই লক্ষ্য বিজেপির, প্রস্তুতি সারা

বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্রীষ্ অমিত শাহ আসছেন কলকাতায়। এই সভা ঘিরে রবিবার সেজে উঠেছে শহিদ মিনারের মঞ্চ।

Google Oneindia Bengali News

বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্রী্ধ অমিত শাহ আসছেন কলকাতায়। এই সভা ঘিরে রবিবার সেজে উঠেছে শহিদ মিনারের মঞ্চ। দুটি মঞ্চ তৈরি হয়েছে। মূলমঞ্চে থাকবেন অমিত শাহ, দিলীপ ঘোষ-সহ রাজ্যের শীর্ষ নেতৃত্ব। অন্য মঞ্চে থাকবেন দলীয় সাংসদ-বিধায়ক-কাউন্সিলররা। অমিত শাহের এই সভায় রেকর্ড ভিড় দেখাতে চাইছে বঙ্গ বিজেপি।

শহিদ মিনারের সভায় রেকর্ড ভিড় টানাই লক্ষ্য বিজেপির

অমিত শাহের এই সভার জন্য জেলা থেকে কর্মী সমর্থকদের আনছে বিজেপি। সভায় লোক টানতে চেষ্টার কসুর করছে না বিজেপি নেতৃত্ব। অক্টোবরে অমিত শাহের সভা থেকে শিক্ষা নিয়ে এবার যাতে সভা শেষের আগে ভিড় না কমে, তার ব্যবস্থাও রাখছে বিজেপি। সঙ্ঘ পরিবারের নেতারাও পথে নেমেছেন।

এদিন সকাল ১১টা নাগাদ বিমানবন্দরে নামবেন অমিত শাহ। তিনি এরপর শহিদ মিনারে সভা করবেন। এই সভার পর বিকেলে তিনি কালীঘাট মন্দিরে পুজো দেবেন। সন্ধ্যায় দলীয় কর্মসূচি রয়েছে তার। সেই বৈঠকে ডাকা হয়েছে জেলা সভাপতিদেরও। পুরসভা নির্বাচনের আগে প্রয়োজনীয় নির্দেশ দিয়ে যাবেন তিনি।

দু-দিন আগে ভুবনেশ্বরে পূর্বাঞ্চলীয় আন্তঃরাজ্য বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পরই গর্জে উঠেছিলেন অমিত শাহ। সিএএ-প্রশ্নে মিথ্যেবাদী আখ্যায় বিঁধেছিলেন মমতা-সহ বিরোধীদের। এবার তিনি মমতার রাজ্যেই আসছেন সিএএ যথার্থতা বোঝাতে। একইসঙ্গে তিনি বঙ্গ বিজেপিকে বার্তা দেবেন আসন্ন পুরসভা নির্বাচনের প্রচারে কোন পথ বেছে নেবে তারা।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দালনে দেশ উত্তাল। দিল্লিতে আগুন জ্বলছে, উত্তর-পূর্ব ভারতও উত্তপ্ত। এরই মধ্যে সিএএ বা নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে ব্যাখ্যা দেবেন অমিত শাহ। রবিবার দুপুরে শহিদ মিনারের সভায় নাগরিকত্ব সংশোধন আইন ব্যাখ্যা করার কথা তাঁর।

English summary
BJP targets record crowd in Amit Shah’s rally at Shahid Miner of Kolkata. Amit Shah decides CAA-stands for Bengal BJP before Municipal Election from this rally.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X