For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিকে টুকলি করে তৃণমূল কংগ্রেস জাগবে না, এখন ‘টার্গেট’ হয়ে গিয়েছেন প্রশান্ত কিশোরই

বিজেপিকে টুকে তৃণমূলকে বুদ্ধি দিচ্ছেন প্রশান্ত কিশোর। বিজেপিতে তিনি যা যা প্রয়োগ করেছেন বা দেখেছেন, এখন সেগুলি নিয়ে তৃণমূলের বিস্তারে কাজে লাগাচ্ছেন।

Google Oneindia Bengali News

বিজেপিকে টুকে তৃণমূল কংগ্রেসকে বুদ্ধি দিচ্ছেন প্রশান্ত কিশোর। বিজেপিতে তিনি যা যা প্রয়োগ করেছেন বা দেখেছেন, এখন সেগুলি নিয়ে তৃণমূলের বিস্তারে কাজে লাগাচ্ছেন। টুকলি করে কোনওরকমে পাস করা যায়, কিন্তু টুকলি করে সেরা হওয়া যায় না। তৃণমূলে প্রশান্ত কিশোরের নিয়োগকে এভাবেই কটাক্ষ করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

টুকলির অভিযোগ বিজেপির

টুকলির অভিযোগ বিজেপির

সম্প্রতি তিনি বাংলায় এসেছিলেন। দুদিনের সফরে তিনি বাংলার বিভিন্ন স্থানে বিস্তার কর্মসূচিতে অংশ নেন। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, দিদি বাংলা. আর লোক পেলেন না। তাই ভিনরাজ্য থেকে কৌশলী ভাড়া করে আনলেন। কিন্তু তিনি যে টুকলি করে চালাচ্ছেন, তা কি বুঝতে পারছেন বাংলার মুখ্যমন্ত্রী।

প্রশান্ত কিশোরকে টার্গেট

প্রশান্ত কিশোরকে টার্গেট

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কংগ্রেসের কাচ্ছে পরাজিত হয়ে এবার রাজ্যপাট ছেড়েছেন। সারা দেশ ঘুরে তিনি গেরুয়া শিবিরের সদস্যপদ সংগ্রহ অভিযানের দায়িত্বে রয়েছেন। বাংলায় এসে তিনি প্রশান্ত কিশোরকে টার্গেট করলেন।

ভিনরাজ্যের কৌশলীতে ভরসা

ভিনরাজ্যের কৌশলীতে ভরসা

তৃণমূল কংগ্রেসে নিযুক্ত ভোট কৌশলীকে টার্গেট করে শিবরাজের বক্তব্য, বাংলা যখন সারা দেশকে পথ দেখাচ্ছে, সারা বিশ্ব যখন বাংলারা দিকে তাকিয়ে থাকছে, তখন বাংলার মুখ্যমন্ত্রী তথা শাসকদল তৃণমূল ভিন রাজ্যে গিয়ে রাজনৈতিক কৌশলী খুঁজে আনছেন। এতেই প্রমাণিত হল বর্তমান মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দৈনতা।

তৃণমূলের কোনও লাভ হবে না

তৃণমূলের কোনও লাভ হবে না

শিবরাজ সিং চৌহান বলেন, একটা সময়ে বিজেপিতে দারুন কাজ করেছিলেন প্রশান্ত। কিন্তু এখন নতুন কিছু করতে পারছেন না। তিনি যা করছেন, সবই বিজেপিকে কপি করে। টুকলি করে কি আর সাফল্যের শিখরে পৌছনো যায়। তাই প্রশান্ত কিশোরকে নিয়ে এসে আদতে তৃণমূলের কোনও লাভ হবে না।

তৃণমূল এখন খাদের কিনারায়

তৃণমূল এখন খাদের কিনারায়

বিজেপির অভিযোগ, তৃণমূল এখন খাদের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। এই অবস্থায় প্রশান্ত কিশোরের মতো রাজনৈতিক কৌশলীকে এনে লাইফনাইন পেতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির দাবি, প্রশান্ত কিশোর আর নতুন কিছু দিতে পারবে না, তাই প্রশান্ত কিশোরকে নিয়ে তাঁরা ভাবছেন না। তাঁরা শুধু রাজ্যে উত্তরণের ধারা বজায় রাখতে চাইছেন। কারণ বিজেপির ধারণা, তৃণমূল আর জাগবে না।

[আরও পড়ুন: মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ শুরু কলকাতা পুলিশের ][আরও পড়ুন: মুকুল রায়কে জিজ্ঞাসাবাদ শুরু কলকাতা পুলিশের ]

English summary
BJP targets Prashant Kishor and seems he does copy to BJP in TMC. Shibraj Singh Chouhan targets him on his duplicity work
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X