For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যেখানেই মমতা সেখানেই ‘জয় শ্রীরাম’! পিছিয়ে নেই জয় হিন্দও, এবার পোস্টার যুদ্ধ

বিগত আট বছর ধরে বাংলার ক্ষমতায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। ২০১৬ সালে বাম-কংগ্রেস জোটের সমস্ত হাওয়া কেড়ে নিয়ে তিনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিলেন।

Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়কে পিছু ছাড়ছে না জয় শ্রীরান স্লোগান। যেখানেই মমতা, সেখানেই জয় শ্রীরাম স্লোগানে মুখরিত করে তুলছেন বিজেপিকর্মীরা। শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বীজপুর আসর পথওও জয় শ্রীরাম মুক্ত হল না। জয় শ্রীরাম পোস্টারে পোস্টারে ছয়লাপ তো ছিলই, স্লোগানও উঠল মমতার যাত্রাপথে।

জয় শ্রীরাম স্লোগানের ঝক্কি

জয় শ্রীরাম স্লোগানের ঝক্কি

পুলিশকর্মীদের কাছে চ্যালেঞ্জ ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জয় শ্রীরাম স্লোগানের ঝক্কি এড়িয়ে গন্তব্যে পৌঁছে দেওয়ার। পুলিশের কাছে খবর ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের পথ আটকে জয় শ্রীরাম স্লোগান তোলা হতে পারে। তাই কঠোর নিরাপত্তায় মুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কর্মিসভায় পৌঁছে দেওয়া হল।

জয় শ্রীরামে রি-অ্যাক্ট, ইস্যু বিজেপির

জয় শ্রীরামে রি-অ্যাক্ট, ইস্যু বিজেপির

তবু তার মধ্যে মমতার কানে তোলা হয় জয় শ্রীরাম ধ্বনি। আসলে জয় শ্রীরাম ধ্বনি শুনে মমতার প্রতিক্রিয়ার পর বিজেপি এই ইস্যুকে জাগিয়ে রাখার চেষ্টা চালাচ্ছে। সেই কারণেই মমতার যাত্রাপথে জয় শ্রীরাম ধ্বনি তোলা হচ্ছে। আর চন্দ্রকোণার পথ আর নৈহাটির পথে উঠেছিল স্লোগান। রি-অ্যাক্ট করেছিলেন মমতা, এবার বীজপুরের পথেও জয় শ্রীরামে মুখরিত। এমনকী কলকাতায় বিদ্যাসাগর মূর্তি নিয়ে মমতার মিছিলেও বাদ যায়নি ওই স্লোগান।

জয় শ্রীরামের পাশেই জয় হিন্দ

জয় শ্রীরামের পাশেই জয় হিন্দ

এদিন রথতলা মোড়ে মমতার কনভয় লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান তোলা হয়। কর্মিসভায় যাওয়ার প্রায় পুকো পথই জয় শ্রীরাম পোস্টার আর হোর্ডিংয়ে ভর্তি। তৃণমূলও অবশ্য পিছিয়ে নেই। জয় শ্রীরাম পোস্টারের পাশেই তৃণমূল সেঁটেছে জয় হিন্দ, জয় বাংলা পোস্টার। মোট কথা স্লোগান প্রতিযোগিতার পর এবার শুরু হয়েছে পোস্টার প্রতিযোগিতা।

English summary
BJP targets Mamata Banerjee wth their Joy Sri Ram slogan in Bengal. TMC starts to take challenge with Joy Hind and Jot Bangla
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X