For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অভিষেকের ডানা ছাঁটতে 'বহিরাগত'কে উৎসাহ! উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী নিয়ে মমতাকে নিশানা বিজেপির

শনিবার নির্বাচন কমিশনের তরফে রাজ্যের একটি লোকসভা এবং একটি বিধানসভা আসনের উপনির্বাচনের (byelection) কথা জানানো হয়েছে। পরের দিনই তৃণমূল (trinamool congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) ওই দুই আসনের

  • |
Google Oneindia Bengali News

শনিবার নির্বাচন কমিশনের তরফে রাজ্যের একটি লোকসভা এবং একটি বিধানসভা আসনের উপনির্বাচনের (byelection) কথা জানানো হয়েছে। পরের দিনই তৃণমূল (trinamool congress) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (mamata banerjee) ওই দুই আসনের প্রার্থীদের নাম জানিয়ে টুইট করেছেন। এর মধ্যে আসানসোলের (asansol) প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে (Shatrughan Sinha) বহিরাগত বলে নিশানা করেছেন বিজেপির (BJP) অমিত মালব্য ( amit malviya)।

টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা

এদিন সকালে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে ঘোষণা করেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে আসানসোল থেকে তাঁদের প্রার্থী করা হচ্ছে। পাশাপাশি তিনি এও জানান, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং গায়ক বাবুল সুপ্রিয়কে বালিগঞ্জ কেন্দ্র থেকে উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করা হচ্ছে। সেইসঙ্গে তিনি লেখেন জয়হিন্দ, জয় বাংলা, জয় মা-মাটি-মানুষ। প্রসঙ্গত তৃণমূলে যোগ দেওয়ার পরেই বাবুল সুপ্রিয় আসানসোল আসনটি ছেড়ে দেন। ২০১৪-র পরে ২০১৯-এ বাবুল সুপ্রিয় আসানসোল থেকে বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন।

অভিষেকের ডানা ছেঁটেছেন মমতা

অভিষেকের ডানা ছেঁটেছেন মমতা

দুই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী ঘোষণা হতেই কটাক্ষ করেন বিজেপি নেতা অমিত মালব্য। টুইটে তিনি লেখেন, সবাই ভেবেছিলেন তৃণমূল সায়নী ঘোষকে ওই আসন থেকে প্রার্থী করবে। কেননা সায়নী ঘোষ তৃণমূল যুব সভানেত্রী। তিনি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছের বলেও পরিচিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ভাইপোর ডানা ছেঁটে দিয়েছেন এই প্রার্থী তালিকা ঘোষণা করে।

অমিত মালব্যের কটাক্ষ

একইসঙ্গে অমিত মালব্য শত্রুঘ্ন সিনহাকে বহিরাগত বলেও কটাক্ষ করেছেন। অমিত মালব্য শুধু আসানসোলেই নয়, বাংলাতেও বহিরাগত বলে মন্তব্য করেছেন অমিত মালব্য। প্রসঙ্গত গত বিধানসভা নির্বাচনে যখন বিজেপি কেন্দ্রীয় নেতারা রাজ্যে এসে প্রচার করছিলেন, সেই সময় তাঁদেরকে বহিরাগত বলে আক্রমণ করেছিল তৃণমূল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও সেক্ষেত্রে বহিরাগত বলে কটাক্ষ করা হয়েছিল।

নিশানায় বিজেপির অন্য নেতারাও

তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন বিজেপির অন্য নেতারাও। বিজেপি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খান প্রশ্ন করেছেন আসানসোল থেকে লোকসভায় বাংলা ও বাঙালির প্রতিনিধিত্ব করার যোগ্য পশ্চিম বাংলার ১০ কোটি মানুষের মধ্যে কাউকেই খুঁজে পেলন না মাননীয়া?
ইন্দ্রনীল খানের এই টুইটে শান্তনু রায়চৌধুরী নামে একজন বলছেন, বাংলা নিজের মেয়েকে চায় আর সেই মনেয়ে আসানসোল উপনির্বাচনে বিহার থেকে লোক এনে দাঁড় করালেন। তাঁর অনুপ্রেরণায় দীর্ঘদিন ধরে যাঁরা আসানসোলে রাজনীতি করেন, তাঁদের মধ্যে থেকে কোনও যোগ্য প্রার্থী পাওয়া গেল না সেটা খুব ভয়ানক আশ্চর্য়ের ব্যাপার বলে মন্তব্য করেছেন তিনি।

Weather Update: বাংলায় তাপমাত্রা ছাড়াল ৩৫ ডিগ্রি! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরেWeather Update: বাংলায় তাপমাত্রা ছাড়াল ৩৫ ডিগ্রি! উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস একনজরে

English summary
BJP targets Mamata Banerjee on TMC's Asansol candidate Shatrughan Sinha as outsider
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X